Site icon The News Nest

মমতার পাশে আছি, বৈঠক শেষে বললেন সুব্রহ্মণ্যম স্বামী; নয়া জল্পনা দিল্লির অলিন্দে

Mamata 7

‘মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই৷’ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy meets Mamata Banerjee)৷ বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে৷

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দু’ জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয়৷  তবে আগামী দিনে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এর আগে একাধিকবার দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। দিল্লির রাজনীতির অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, বিগত কয়েক মাস ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না সাংসদের। সম্প্রতি বিজেপির কোর কমিটি থেকেও বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে মমতা-মোদী বৈঠকের ঠিক আগেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর এই সাক্ষাৎ যে কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, সে কথা বলাই যায়।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে বিজেপি সাংসদের বিরোধ চরমে পৌঁছেছে। গত বছর যখন এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রক্রিয়া আবারও শুরু করার কথাবার্তা কেন্দ্র শুরু করেছিল, তখন থেকেই বিরোধিতা করছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এই বিক্ষুব্ধ বিজেপি সাংসদকে হাতিয়ার করেই নতুন রণকৌশল তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার আগে পড়ে বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি৷ নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হওয়ার পরও মমতার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন তিনি৷ তার পর এ দিন তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বামীর মন্তব্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল৷

Exit mobile version