Surf, Soap And Powder Now More Expensive, FMCG Company Hindustan Unilever Limited Increased Prices For Second Consecutive Month

এক ধাক্কায় ৩ থেকে ১০ শতাংশ! এবার দাম বাড়ল সার্ফ, গায়ে মাখা ও বাসন মাজা সাবানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লাগাতার মূল্যূবৃদ্ধির (Inflation) সঙ্গে পাল্লা দিতে গিয়ে নাভিঃশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের৷ পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দামবৃদ্ধি ঘুরিয়ে প্রভাব ফেলছে ৷ এবার দাম বেড়ে গেল নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান এবং বাসন মাজার সাবানের দামও৷ এই তালিকায় রয়েছে জনপ্রিয় সাবান (Soap) লাক্স (Lux), সার্ফ (Surf) এবং ভিম (Vim) (Dish Wash)৷

আসলে দেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড ((Hindustan Unilever Limited) নিজেদের এই সব বহু বিক্রিত পণ্যের দাম একধাক্কায় ৩ থেকে ১০ শতাংশ অবধি বাড়িয়ে দিল৷ কোম্পানি দু মাস ধরে লাগাতার দ্বিতীয়বার দাম বাড়াল (Price Hike)৷ এইচইউএল জানিয়েছে কাঁচামালের দামে বেড়ে গেছে৷ এই কারণে পরপর দুবার দাম বাড়াতে হচ্ছে৷

আরও পড়ুন: Transgender Marriage: প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়লেন রূপান্তরকামী যুগল

ব্রোকরেজ ফার্ম এডলবিজ সিকিউরিটিজ বলেছে এফএমজিসি কোম্পানি ফেব্রুয়ারিতে সাবান, কাপড় কাচা সাবান, ডিশওয়াশ ছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম (Price Hike) এক ধাক্কায় ৩ থেকে ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছে৷ তথ্য সামনে যে সার্ফ এক্সেল ইজি ওয়াশ (Surf), সার্ফ এক্সেল কুইক ওয়াশ, ভিম (Vim) বার এবং লিকুইড, লাক্স (Lux), রেক্সোনা সাবান (Soap), পন্ডস (Ponds) ট্যালকম পাউডারের দাম বাড়ছে৷ কোম্পানিও নিজে এই নিয়ে চিন্তায় রয়েছে৷ কারণ গ্রামীণ এলাকায় এই দামবৃদ্ধির (Price Hike) প্রভাব পড়বে বড়সড়৷

আরও পড়ুন: নরমুণ্ড শিকারিরা কিন্তু আজও আছে ! আমাদের দেশেই আছে এই গ্রাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest