Swadeshi anti drone technology will be completed very soon,fencing of borders would be done by2022 said Amit Shah

দেশে তৈরি হবে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি, সীমান্ত জুড়ে বসবে কাঁটাতারের বেড়া, শোনালেন অমিত শাহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার দেশেই তৈরি হবে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি। শুধু তাই নয়, সীমান্ত আরও সুরক্ষিত করতে পুরো এাকা জুড়ে কাঁটাতারের বেড়া বসানো হবে ২০২২ সালের মধ্যেই। এদিন বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি তৈরি করতে ডিআরডিও দিনরাত কঠোর পরিশ্রম করছে। এদিকে ভারত-পাকিস্তানের মধ্যকার ৩ হাজার ৩২৩ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর কাজ ২০২২ সালের মধ্যে সম্পন্ন হবে বলেও আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে অ্যান্টি-রাস্ট এবং অ্যান্টি-ক্লাইম্ব ফিচার থাকবে। যাতে বেড়াতে জং না লাগে এবং তা কেউ ডিঙিয়ে পার না করতে পারে।

আরও পড়ুন: ভুয়ো টিকাকাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

বিএসএফ ইনভেসটিচার সেরেমনিতে অমিত শাহ এদিন বলেন, ‘এখনও আমাদের ৭ হাজার ৫১৬ কিমি দীর্ঘ উপকূল সীমান্ত আর ১৫ হাজার কিলোমিটারের বেশি স্থল সীমান্ত সুরক্ষিত রাখতে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের আধাসামরিক বাহিনীর উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’

অমিত শাহ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা স্বাধীন প্রতিরক্ষা নীতি তৈরি হয়েছে দেশে। এই নীতি অনুযায়ী দেশের সার্বভৌমত্বকে কেউ চ্যালেঞ্জ জানালে, সেই এক ভাষায় উত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত দেশে কোনও আলাদা প্রতিরক্ষা নীতি ছিল না। তখন বিদেশ নীতি প্রতিরক্ষআ নীতির দিক নির্দেশনা করত বা প্রভআবিত করত। তবে আজকের দিনে পরিস্থিতি বদলেছে। আর এখন ভারতের সীমান্তকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারে না।’

আরও পড়ুন: ‘বাংলার যুবরাজ’ গানটি মিলবে কলার টিউনে, অভিষেককে কুর্নিশ ছাত্র সংগঠনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest