Syrups:‌ WHO probe flags 20 products in India, Indonesia

Syrups:‌ ৭ ভারতীয় কফ সিরাপে বিষ! তদন্তের নির্দেশ দিল WHO

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতে তৈরি ৭টি কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ২০টি কফ সিরাপের উপাদান পরীক্ষানিরীক্ষার নির্দেশ দিয়েছে। WHO’র প্রাথমিক ধারণা, এই কফ সিরাপগুলি উপাদান থেকে বিষক্রিয়া হতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় ৭টি সংস্থা।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কফ সিরাপ থেকে বিষক্রিয়ায় অন্তত তিনশো শিশুর মৃত্যু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। যার বেশিরভাগই পশ্চিম আফ্রিকার। এই পশ্চিম আফ্রিকার দেশগুলিতে ভারত থেকে বহু কফ সিরাপ যায়। কিছুদিন আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে উজেবেকিস্তান এবং জাম্বিয়ায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। তারপরই ভারতীয় কফ সিরাপগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হু।

সম্প্রতি, মারিয়ন বায়োটেক (Marion Biotech), মেডেন ফার্মাসিউটিক্যাল-সহ (Maiden Pharmaceuticals) কয়েকটি সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৬৬ জন শিশুর। ওই সংস্থারগুলির বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে তারা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু।

যদিও ডিজিসিএ ইতিমধ্যেই এই সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। বলা হয়েছে, রপ্তানির আগে সব সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। সব ঠিক থাকলে তবেই বিদেশে রপ্তানি করা যাবে। এবার WHO-ও এই কফ সিরাপগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest