The bank will be closed for a total of 12 days in September, find out the holiday list

সেপ্টেম্বরে মোট ১২ দিন বন্ধ থাকবে Bank, জেনে নিন ছুটির তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জানেন কি সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank Of India) হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, বিভিন্ন ছুটির কারণে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। ঝটপট জেনে নিন ছুটির তালিকা।

নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক (Bank) বন্ধ থাকে। ৫ সেপ্টেম্বর রবিবার।

৮ সেপ্টেম্বর শ্রীমন্ত শংকরদেব তিথি। তার জেরে গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাংক।

১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজিতেই মূলত ব্যাংক কর্মীদের ছুটি।

১১ সেপ্টেম্বর শনিবার।

১৭ সেপ্টেনম্বর রাঁচিতে কর্মা পুজো।

আরও পড়ুন: দিল্লিতে খুলছে স্কুল, বুধবার থেকেই দু’টি ধাপে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে, তৃতীয় ওয়েবের ভয়ে দ্বিধায় অভিভাবকরা

১৯ সেপ্টেম্বর রবিবার।

২০ সেপ্টেম্বর গ্যাংটকে ইন্দ্রযাত্রা।

কোচি এবং তিরুবনন্তপুরমে ২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে ব্যাংক বন্ধ।

২৫ এবং ২৬ সেপ্টেম্বর শনি এবং রবিবার।

যদিও রাজ্য অনুযায়ী ছুটির তালিকাও ভিন্ন ভিন্ন হয়। সার্বিকভাবে রিজার্ভ ব্যাংকের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকার কথা।

তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ব্যাংকে ছুটির কিছু নির্দিষ্ট দিন রয়েছে। সেগুলি দেখে নিন একনজরে।

২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী
২৫ ডিসেম্বর বড়দিন
এছাড়াও গুরু নানকের জন্মজয়ন্তী, গুড ফ্রাইডে, দিওয়ালি অথবা ইদে ব্যাংক বন্ধ থাকে।

আরও পড়ুন: যাজকের বাড়িতে হামলা, মারধর,’উদাসীন’ পুলিশ, মামলা করবে খ্রিস্টান ফোরাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest