The national animal is the cow, let the fundamental rights be given, the recommendation of the Allahabad High Court

জাতীয় পশু হোক গরুই, দেওয়া হোক মৌলিক অধিকারও, সুপারিশ এলাহাবাদ হাই কোর্টের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল করল ইলাহাবাদ হাই কোর্ট। বুধবার বিচারপতি শেখরকুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেন, ‘‘গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।’’

সমভল জেলার বাসিন্দা জাভেদ নামে এক ব্যক্তির জামিন সংক্রান্ত মামলার রায় শোনানোর সময় এই সুপারিশ দেন বিচারপতি। গোহত্যার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি জামিনের আবেদন করলে, সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। শেখরকুমার যাদব (Justice Shekhar Kumar Yadav ) বলেন, “এই প্রথম এই ধরনের অভিযোগ ওঠেনি। আগেও গোহত্যার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। যা সামাজিক সম্প্রীতি নষ্ট করে।” আদালতের এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী মহশিন রাজা। বিরোধিতায় সরব সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো বিরোধীরা।

২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা একটি মামলার শুনানিতে গরুকে ‘মাতা’ বর্ণনা করে বলেছিলেন, ‘‘গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।’’ সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে বলেও জানান তিনি। সে সময়ই জাতীয় পাখি ময়ূরের ‘মহিমা’র কথা বলতে গিয়ে বিচারপতি শর্মার মন্তব্য ছিল, ‘‘ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে।’’ প্রসঙ্গত, ২০১৯ সালে হিন্দু ধর্মগুরু ও সন্তদের একটি সভাতেও বাঘকে সরিয়ে গরুকে জাতীয় পশুর শিরোপা দেওয়ার দাবি উঠেছিল।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest