The needleless covid vaccine may be introduced in the country next week

আগামী সপ্তাহেই দেশে চালু হতে পারে সূচ-বিহীন কোভিড টিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি করোনা রোধক ZyCoV-D টিকা আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। এই টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মতো সূচের মাধ্যমে দেওয়া হয় না। এই টিকা ফার্মাজেট ট্রপিজ নামক একটি যন্ত্রের মাধ্যমে ত্বকের ভিতর দিতে হবে। নাম প্রকাশএ অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্তা টিকা চালুর বিষয়ে বলেন, ‘টিকাদানকারীদের প্রশিক্ষণ প্রায় সম্পূর্ণ এবং খুব শীঘ্রই ভ্যাকসিন চালু করা হতে পারে; সম্ভবত আগামী সপ্তাহেই এই টিকা চালু করা হতে পারে।’

জাইডাসের কাছে ১ কোটি টিকা কেনার জন্য অর্ডার দিয়েছে কেন্দ্র। ট্যাক্স নিয়ে এক একটি ডোজের দাম পড়বে ৩৫৮ টাকা। ডোজের সঙ্গে টিকা দেওয়ার যন্ত্রটিরও দাম ধরা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রতি মাসে এক কোটি করে ভ্যাকসিন উৎপাদন করার অবস্থায় রয়েছে কোম্পানি।

বিশ্বের প্রথম সূচ বিহীন কোভিড টিকা হল ZyCoV-D। ১২ বছর বা তার বেশি বয়সীদের জরুরী ব্যবহারের জন্য এই টিকা ভারতে অনুমোদিত হয়েছে। তবে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে কোনও নীতি আপাতত দেশে না থাকায় কেন্দ্রীয় সরকার প্রথমে প্রাপ্তবয়স্কদের উপর এই টিকা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।প্রাথমিকভাবে সাতটি রাজ্যে জাইডাস ক্যাডিলার টিকা চালু করতে চলেছে কেন্দ্র। বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক করোনা টিকা ZyCoV-D ‘র তিনটি ডোজ প্রদান করা হবে। তিনটি ডোজের ব্যবধান বেশি হয়। প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। তৃতীয় ডোজ মিলবে ৫৬ দিনের মাথায়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest