The party has to inform the criminal record within 48 hours : Supreme Court

প্রার্থী করার ৪৮ ঘণ্টার মধ্যেই দলকে জানাতে হবে Criminal record, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজনীতিকে ‘অপরাধমুক্ত’ করতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। এ বার ভোট প্রার্থীদের জমা দিতে হবে অপরাধ-যোগের নথি। কোনও ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সেই প্রার্থীর অপরাধ-যোগের নথি জমা দিতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

বিহার বিধানসভা নির্বাচনের আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কেউ প্রার্থী মনোনীত হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে অথবা মনোনয়পত্র জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই এই সংক্রান্ত বিশদ বিবরণ জানিয়ে দিতে হবে। এবার শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রার্থী মনোনয়নের ৪৮ ঘণ্টার মধ্যেই সব জানাতে হবে।

আরও পড়ুন: উচ্চবর্ণের পা ধরে ক্ষমা দলিত সরকারি কর্মীর! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হইচই

অপরাধীদের রাজনীতিতে যোগদান নিয়ে বিতর্ক আজকের নয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এমন নির্দেশকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২০ সালেই শীর্ষ আদালত জানিয়েছিল, সমস্ত রাজনৈতিক দলকে নিজেদের ওয়েবসাইটে এবিষয়ে জানাতে হবে। এছাড়াও দলীয় প্রার্থীদের অপরাধ-যোগ সংক্রান্ত তথ্য পেশ করতে হবে অন্তত দু’টি সংবাদপত্রে। কেবল তাই নয়, সংবাদপত্রগুলিকে হতে হবে বহুল প্রচলিত। যে কোনও সংবাদপত্রে তা জানালে হবে না।

এই নির্দেশ দেওয়ার সময়ই বিচারপতিরা ‘রাজনীতিতে অপরাধীদের সংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে’ বলে মন্তব্য করেন। জানিয়ে দেন, ”গত চারটি সাধারণ নির্বাচনের দিকে তাকালে দেখা যাচ্ছে রাজনীতিতে অপরাধীদের সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। ২০০৪ সালে যেখানে ২৪ শতাংশ সাংসদের নামে অপরাধের মামলা ছিল সেখানে ২০০৯ সালে তা বেড়ে হয় ৩০ শতাংশ। ২০১৪ সালে সেটা দাঁড়ায় ৩৪ শতাংশে। ২০১৯ সালে তা হয় ৪৩ শতাংশ।”

আরও পড়ুন: দেশ দেখুক পেগাসাস শুনানি লাইভ টেলিকাস্টে ,আর্জি চিঠি প্রশান্তভূষণের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest