The party's Twitter account has been temporarily shut down, "Is Modiji so scared?" says Congress

দলীয় টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ, ‘এত ভয় পাচ্ছেন কেন মোদীজি?’ প্রশ্ন কংগ্রেসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাহুল গান্ধীর (Rahul Ghandhi) পর কংগ্রেসের আরও চার বর্ষীয়ান নেতার টুইটার অ্যাকাউন্ট লক করার অভিযোগ উঠল।লক করে দেওয়া হয়েছে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টও। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে এমন অভিযোগ করল কংগ্রেস। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস (Congress)।

গত শনিবার সাময়িক ভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল। ঘটনার কয়েক দিনের মাথায় কোপ পড়ল কংগ্রেসের অ্যাকাউন্টেও। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের তরফ থেকে ইনস্টাগ্রামে একটি স্ক্রিন শট পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টটি লক করার কথা জানানো হয়েছে টুইটারের তরফে। পরে অবশ্য সেটি খুলেও দেওয়া হয়।

কংগ্রেসকে টুইটারের তরফ থেকে বলা হয়, এমন কিছু পোস্ট করা হয়েছিল কংগ্রেসের ওই প্রোফাইল থেকে যা টুইটারের নিয়ম বিরুদ্ধ। সেই কারণেই প্রোফাইল লক করে দেওয়া হয়েছে। কোন পোস্টটি নিয়ে এই বিতর্ক? ৮ অগস্ট, টুইটার ইন্ডিয়াকে ট্যাগ করে একটি পোস্ট করা হয় কংগ্রেসের তরফ থেকে। সেটিতে লেখা হয়, ‘টুইটার ইন্ডিয়া আমাদের প্রোফাইল লক করুন, আমরা আপনাদের চ্যালেঞ্জ করছি। ন্যায়ের জন্য আমাদের লড়াই কেউ রুখতে পারবে না। আমরা সত্যিটা সামনে এনে ছাড়ব।’

 

View this post on Instagram

 

A post shared by Congress (@incindia)

আরও পড়ুন: Cocktail vaccination: পরীক্ষামূলক ককটেল ভ্যাকসিনেশনে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া

কংগ্রেসকে টুইটারের তরফ থেকে বলা হয়, এমন কিছু পোস্ট করা হয়েছিল কংগ্রেসের ওই প্রোফাইল থেকে যা টুইটারের নিয়ম বিরুদ্ধ। সেই কারণেই প্রোফাইল লক করে দেওয়া হয়েছে। কোন পোস্টটি নিয়ে এই বিতর্ক? ৮ অগস্ট, টুইটার ইন্ডিয়াকে ট্যাগ করে একটি পোস্ট করা হয় কংগ্রেসের তরফ থেকে। সেটিতে লেখা হয়, ‘টুইটার ইন্ডিয়া আমাদের প্রোফাইল লক করুন, আমরা আপনাদের চ্যালেঞ্জ করছি। ন্যায়ের জন্য আমাদের লড়াই কেউ রুখতে পারবে না। আমরা সত্যিটা সামনে এনে ছাড়ব।’

এর আগে দিল্লিতে এক ন’বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পর মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। তিনি টুইটারে সেই ছবি পোস্ট করেন। তাতেই তাঁর অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করা হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় গ্রেফতার আরও পাঁচ কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest