The state needs more vaccines, I told the Prime Minister, Mamata said after a meeting with Modi

রাজ্যের আরও ভ্যাকসিনের প্রয়োজন, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, মোদীর সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আধঘণ্টার বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ। বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কলাইকুন্ডায় দেখা হয়নি। তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান মুখ্য়মন্ত্রী।

আরও পড়ুন : ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি, মোদীকে বার্তা মমতার,দাঁড়ালেন বৃষ্টিভেজা রাস্তাতেই

দেখে নিন কথা হল কী কী নিয়ে ?

  • রাজ্যের নাম বদল নিয়েও কথা হয়েছে

রাজ্যের নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মমতার। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হচ্ছে। আমি বলেছি, এবার দয়া করে বিষয়টি দেখুন।’’

  • ওষুধ বেশি চাই, কারণ আমার রাজ্যে জনসংখ্যা বেশি

‘‘অনেক রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নীরিখে এই সরবরাহ যথেষ্ট নয়। আমাদের টিকাকরণের হার ভাল। ইতিমধ্যে সংক্রমণ ৩৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে এসে দাঁড়িয়েছে। তবে আমরা চাই করোনার তৃতীয় ঢেউ আসার আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করতে। প্রধানমন্ত্রীকে সে কথা জানিয়েছি। উনি বলেছেন তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।’’ জানালেন মমতা

  • বৈঠক ভাল হয়েছে, উপ নির্বাচন নিয়ে কথা হয়নি
    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভাল হয়েছে। তিনি তাঁর সমস্ত কথা শুনেছেন। এবং তাঁর দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানালেন মমতা। তবে উপনির্বাচন নিয়ে কোনও কথা হয়নি।
  • টিকা সরবরাহ বাড়ানোর কথা বলেছি

রাজ্যে টিকা সরবরাহ বাড়াতে বলেছি, রাজ্য যথেষ্ট টিকার জোগান পাচ্ছে না, বললেন মমতা।

  • দু’বছর পর দিল্লিতে এসেছি

‘‘সৌজন্য সাক্ষাৎ ছিল’’, বললেন মমতা। জানালেন, জয়ের পর এই সাক্ষাৎ করতেই হত। ‘‘তাই এসেছি। তবে এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি’’,  বললেন মমতা।

আরও পড়ুন : এখনও তৈরি হয়নি বিধি, CAA চালু করতে আরও ৬ মাস সময় চাইল শাহের মন্ত্রক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest