TMC MP urges Prez to remove Bengal governor Jagdeep Dhankhar

গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে বাংলার রাজ্যপালকে সরান, রাষ্ট্রপতিকে সরাসরি বললেন সুদীপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত পৌঁছল দিল্লির দরবারে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার।

সোমবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President of India Ramnath Kovind)। বক্তব্যের শেষে উপস্থিত সকল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন তিনি। সেই সময় সামনের সারিতে বসেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ (TMC MP Sudip Banerjee)।

আরও পড়ুন: Air India: টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়া, আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেখা যায়, ভাষণ শেষে লোকসভা সাংসদের বসার প্রথম সারির আসনের দিকে এগিয়ে আসেন কোবিন্দ। প্রধানমন্ত্রী-সহ বিভিন্ন দলের লোকসভার নেতারা বসেন যেখানে। সেখানেই আসন সুদীপের। রাষ্ট্রপতিকে প্রতি নমস্কার জানানোর সময়ে নিজের মাস্কটি খোলেন সুদীপ। সেই সময়ে কোবিন্দ সুদীপকে বলেন, ‘‘আপনাকে আজ বেশ হাসি হাসি মুখে দেখা যাচ্ছে।’’ এর পরেই কোনও ভনিতা না করে কাজের কথাটি বলে দেন সুদীপ। বলেন,‘‘কিন্তু স্যার, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান। না হলে, সংসদীয় গণতন্ত্রের বিপদ হচ্ছে।’’ সেই সময়ে কোবিন্দের পাশেই ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আচার-আচরণে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল (TMC)। এবার তাঁর অপসারণের দাবিতে সোজা সংসদে সরব হওয়ার পরিকল্পনা আগেই করছিল বাংলার শাসকদল। সংসদের বাজেট অধিবেশনে ধনকড়ের অপসারণের দাবিতে স্বতন্ত্র প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। লোকসভা ও রাজ্যসভায় বিষয়টি নিয়ে সরব হতে দুই সাংসদের উপর দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। এর মধ্যে অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে তাঁকে অপসারণের জন্য উপযুক্ত পদক্ষেপের দাবি জানান সুদীপ।

আরও পড়ুন: আসল হিন্দুত্ববাদী হলে জিন্নাহকে খুন করত, গডসেকে নিয়ে ভোলবদল শিব সেনার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest