Train Ticket Booking: Adani Group set to acquire train booking platform Trainman

Train Ticket Booking: এবার রেলের টিকিট বুকিং করবে আদানির কোম্পানি!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও টুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) একচেটিয়া (monopoly) ব্যবসাকে চ্যালেঞ্জ জানিয়ে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ব্যবসায় (online train ticket booking business) আত্মপ্রকাশ করতে চলেছে আদানি এন্টারপ্রাইজও (Adani Enterprise)। শুক্রবার নিজেদের এই পরবর্তী পদক্ষেপের বিষয়ে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। এপ্রসঙ্গে তারা জানিয়েছে যে এই ব্যবসা করার জন্য ইতিমধ্যেই তারা অনলাইন (online) ট্রেন টিকিট বুকিং প্ল্যাটফর্ম স্টার্ক এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের (Stark Enterprises Private Limited) সঙ্গে তাদের সংস্থার ১০০ শতাংশ মালিকানা কেনার জন্য একটি চুক্তিও (Agreement) সই করেছে।

আদানি ডিজিটাল ল্যাবের হাত ধরে এই অধিগ্রহণ হবে। আর এর মাধ্যমেই আদানিরা পাল্লা দেবে আইআরসিটিসি-সহ এই ক্ষেত্রে যুক্ত আরও নানা সংস্থার সঙ্গে। গুরুগ্রামের স্টার্ট-আপ স্টার্ক এন্টারপ্রাইজ়েসের অধীনে ট্রেনম্যান তৈরি করেছেন আইআইটি রুরকির দুই পড়ুয়া বিনীত চিরানিয়া ও করণ কুমার। সূত্রের খবর, আদানিদের বিরুদ্ধে জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পরে এটাই প্রথম অধিগ্রহণ।

হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে আদানি গ্রুপের সবকটি স্টকই ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তবে মাত্র 3 মাসের মধ্যেই সেই ধাক্কা সামলেছে আদানি গ্রুপ। গত শুক্রবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার 2506.65 টাকায় বন্ধ হয়েছে। গত এক মাসে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর 32.53 শতাংশ বেড়েছে। কিন্তু শেষ 6 মাসের বিচারে আদানি গ্রুপের স্টকটি 38 শতাংশ ক্ষতি বহন করছে।

ট্রেনম্যান অধিগ্রহণের পর যদি সত্যিই সংস্থাটি জোরকদমে ট্রেন টিকিট বুকিংয়ের ব্যবসায় নামে, তবে তা IRCTC -র জন্য মোটেই সুখকর বিষয় হবে না। কারণ এরফলে মার খেতে পারে আইআরসিটির ব্যবসা। যদিও ট্রেনের টিকিট বুকিং নিয়ে আদানি গ্রুপ ট্রেনম্যানের উপর কতটা জোর দেবে তা নিয়ে এখনও কোম্পানি মুখ খোলেনি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest