Trapped Kerala trekker rescued from hill by army, gets helilift from summit

৪৫ ঘণ্টা ধরে দুর্গম পাহাড়ের খাঁজে আটকে যুবক! উদ্ধার করল সেনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সঙ্গে ছিল না খাবার, শীতবস্ত্র, ওই অবস্থাতেই সোমবার থেকে কেরলের (Kerala) পালাক্কাড়ের মালামপুঝার একটি পাহাড়ের দুর্গম খাঁজে আটকে ছিলেন এক যুবক। অনেক চেষ্টার পর বুধবার তাঁকে উদ্ধার করতে সক্ষম হল ভারতীয় সেনা (Indian Army)।

পাহাড় চড়তে গিয়েই হয় বিপত্তি। তিন দিন আগে দুই বন্ধুর সঙ্গে মালামপুঝার চেরাদ পাহাড়ে উঠছিলেন কেরলের বাসিন্দা যুবক আর বাবু (R Babu)। মাঝপথে হাল ছেড়ে দেন দুই বন্ধু। যদিও শিখরে ওঠার চেষ্টা চালিয়ে যান বাবু একা। কিন্তু একটা সময় পাথরে পা পিছলে যায় তাঁর। নিচেই পড়ে যাচ্ছিলেন। তবে ভাগ্যের জোরে অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। কপাল গুনে একেবারে নিচে না পড়ে মাঝপথে আটকে যান পাহাড়ের একটি ছোট খাঁজে। বেরনোর আর কোনও উপায় না পেয়ে তিনি ওই খাঁজেই গুটিসুটি মেরে বসে থাকেন।

আরও পড়ুন: Goa Election 2022: গোয়ায় বাবুলের উপর হামলা ধারালো অস্ত্র দিয়ে, বিধানসভা ভোটের আগে উত্তেজনা

এর মধ্যেই রাজ্য প্রশাসনের তরফে তাঁকে উদ্ধার করতে সাহায্য নেওয়া হয় ভারতীয় সেনার (Indian Army)। অবশেষে বুধবার সকালে যুবককে উদ্ধার করতে সক্ষম হলেন সেনা জওয়ানরা। বায়ুসেনার হেলিকপ্টার ও সেনার পর্বতারোহীদের সাহায্য নেওয়া হয় এই বিপজ্জনক উদ্ধার কাজে। গোটা উদ্ধার কাজ তদারকি করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)।

অবধারিত মৃত্যু থেকে বেঁচে ফিরে হাসি মুখে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন আর বাবু। তিনি বলেন, “অনেক অনেক ধন্যবাদ ভারতীয় সেনাকে।” সেনা জওয়ানদের সঙ্গে “ভারতীয় সেনার জয়”, “ভারত মাতা কী জয়” স্লোগান দিতেও দেখা যায় যুবক বাবুকে।

আরও পড়ুন: Hijab row: মুসলিম ছাত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান, পাল্টা ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ালেন সাহসিনী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest