Tremors in Delhi-NCR, J&K after 5.8 magnitude earthquake strikes Afghanistan

Earthquake : দিল্লিতে ফের জোরাল ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশে ফের জোরাল ভূমিকম্প। কেঁপে উঠল দিল্লি-NCR সহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হল জম্মু-কাশ্মীরেও। জানা গিয়েছে, শনিবার রাতে এই ভূমিকম্পটি হয় আফগানিস্তানে। উৎসস্থল ছিল হিন্দুকুশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তারই প্রভাব পড়ে রাজধানী শহর সহ উত্তর ভারত জুড়ে।জানা গিয়েছে, দিল্লিতে রাতে ৯.৩৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানেও। সেখানে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৮ বলে জানা গিয়েছে। এই তথ্য জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি। ন্যাশনাল সেন্টার  ফর সেসিমোলজির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে।

উৎসস্থল আফগানিস্তান হলেও শনিবার রাতের এই কম্পন অনুভব করেন দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারাও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে। অধিকাংশ মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। হাইরাইজগুলিতে কম্পন অত্যধিক মাত্রায় অনুভূত হয়েছে।

ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেরও বিস্তীর্ণ অঞ্চলে। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার-সহ পাকিস্তানের শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের পরই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

জুন মাসে মোচ ছোট বড় মিলিয়ে ১২ টি কম্পন দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরে। এর আগে ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪.৯ রিখটার স্কেলের কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়। গত ১৩ জুন জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। যার জেরে বহু বাড়িতে সেখানে ফাটল দেখা গিয়েছিল।

দিল্লি ছাড়া কম্পন অনুভূত হয়েছে পঞ্জাবের কিছু অংশে। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতশ্রেণিতে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ পর্বতশ্রেণির ওই এলাকা ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest