Site icon The News Nest

অনুমতি দিয়েও গোয়ায় বাতিল কর্মসূচি; রাস্তা থেকেই লড়াই চলবে- হুঁশিয়ারি মমতার

didi 3 1

ত্রিপুরার পর গোয়া৷ ফের তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে৷ প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রচার কর্মসূচি সারলেন তৃণমূল সাংসদ ও নেতারা (TMC denied permission to protest in Goa)৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, বিজেপি শাসিত রাজ্যে যতই বাধার মুখে পডড়তে হোক না কেন, প্রয়োজনে চায়ের দোকান থেকেও লড়াই চালিয়ে যাবে তৃণমূল (Mamata Banerjee on Goa)৷

জাতীয়স্তরে দলের গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল। ত্রিপুরা, উত্তরপ্রদেশের পর গোয়াতেও সংগঠন বাড়াতে চাইছে ঘাসফুল শিবির। সেই উদ্দেশে দ্বীপরাজ্য গোয়ায় পাড়ি দিয়েছে দিয়েছেন একাধিক তৃণমূল নেতা-নেত্রী। ২৮ অক্টোবর গোয়া যাওয়ার কথা তৃণমূলনেত্রীরও। তৈরি হয়েছে জনসংযোগ কর্মসূচি। তারই অঙ্গস্বরূপ সোমবার ছিল ‘পিপলস চার্জশিট’ প্রকাশের অনুষ্ঠান। সেই মতো গোয়া পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, সদ্য দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়রা৷

চারদিন আগেই পুলিশের কাছে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। শেষ মুহূর্তে হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাত খাড়া করে তা বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন সাংসদ সৌগত রায়।এর পরই এই ঘটনার পালটা শিলিগুড়ির সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলনেত্রী বলেন, “গোয়ায় অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না বিজেপি। কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। অনুমতি না পেলে রাস্তায় প্রতিবাদ চলবে। আমি স্ট্রিট ফাইটার। রাস্তায় নেমে আন্দোলন চলবে গোয়ায়। আপনি চা বিক্রির কথা বলে ক্ষমতায় এসেছিলেন৷ এবার আমরা চায়ের দোকানে বসে চা খেতে খেতেই লড়াই চালিয়ে যাবো৷” পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন৷ আমরা কোনও আপত্তি করিনি৷ কিন্তু বিজেপি শাসতি ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে আমাদের যেতে দেবে না৷’

শেষে এদিন অনলাইনে ‘পিপলস চার্জশিট’ প্রকাশ করে তৃণমূল। ট্যুইট করে অভিযোগ করা হয়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সমর্থনে গোয়ার মানুষের ভালবাসা দেখে গোয়ার বিজেপি সরকার আতঙ্কে ভুগছে৷ তাই চার দিন আগে অনুমতি দিয়েও এখন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে৷ ‘

Exit mobile version