দোলা সেন, শান্তা ছেত্রীর পর এবার শীতকালীন অধিবেশন (Winter Session) থেকে ‘সাসপেন্ড’ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ন। অভিযোগ, মঙ্গলবার অধিবেশন চলাকালীন ‘অসংসদীয় আচরণ’ করেছেন সাংসদ। সেই আচরণের দরুণ এবার তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বলে খবর। এহেন আচরণের প্রতিবাদে সরব তৃণমূল সাংসদ। উল্লেখ্য, চলতি অধিবেশন আরও দুই তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।
২৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) চলবে। শীতকালীন অধিবেশেনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে থাকতে পারবেন না তিনি। সাসপেন্ড হওয়ার পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ডেরেক। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ শানিয়েছেন টুইটারে।
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws
We all know what happened after that.
Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021
Hope this Bill too will be repealed soon
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
আরও পড়ুন: ভারতে ওমিক্রনের সেঞ্চুরি পার, জরুরি ভ্রমণ- বড় জমায়াত এড়ানোর পরামর্শ কেন্দ্রের
টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “সংসদে কৃষি আইন পাশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল কেন্দ্র। মোদি সরকারের সেই পদক্ষেপের প্রতিবাদ করায় তখনও আমাকে সাসপেন্ড করা হয়েছিল। তার পর কী হয়েছিল, সেটা সকলেই জানে।” তিনি আরও লেখেন, “আজও সংসদকে উপহাসে পরিণত করেছিল বিজেপি। নির্বাচনী আইন সংশোধনী বিলকে হত্যা করেছিল বিজেপি। তার প্রতিবাদ করায় আজও আমাকে সাসপেন্ড করা হয়েছে। আশা করি দ্রুত এই বিলও প্রত্যাহার করবে কেন্দ্র।”
ডেরেকের বক্তব্য, “প্রতিটি নিয়ম এবং নজির ভাঙার পরে, বিজেপির এখন রুল বুক নিয়ে কথা বলছে। এটাই সবথেকে বেশি হাস্যকর।” রাজ্যসভার ভিতরে নিজের বক্তব্যের একটি ভিডিয়োও মঙ্গলবার বিকেলে টুইট করেন ডেরেক ও’ব্রায়েন।
TODAY. BULLDOZING of Election Laws.
Attempted to stop the mockery being made of #Parliament
My 5-min intervention for @AITCofficial pic.twitter.com/BDFylWAZKP
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
আরও পড়ুন: ঐশ্বর্যকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র, সংসদে মেজাজ হারিয়ে অভিশাপ জয়ার