Triple Suicide: Family Dies By Turning Their Delhi Apartment Into Gas Chamber, Horrifying Notes Found

Delhi: ভয়াবহ! ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ২ মেয়ের সঙ্গে আত্মঘাতী মা, দেয়ালে আটকানো সুইসাইড নোট

দিল্লির বসন্ত বিহারের একটি বাড়ি থেকে শনিবার উদ্ধার হয়েছে তিন মহিলার দেহ ৷ মৃতরা হলেন এক মাঝবয়সী মহিলা ও তাঁর দুই মেয়ে (3 Bodies recovered from Flat in Delhi Vasant Vihar) ৷ ফ্ল্যাটকে গ্যাস চেম্বারে পরিণত করে তিনজনে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সমস্ত দরজা, জানালা, ভেন্টিলেটর সব ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এয়ার টাইট করে ফেলা হয়েছিল। পুলিশে দেখে গ্যাসের সিলিন্ডারটা খোলা অবস্থায় রয়েছে। কয়লার ধিকি ধিকি আগুন জ্বলছে একটি পাত্রে। ঘরের মধ্যে কার্বন মনোক্সাইডে ভর্তি করে দেওয়া হয়। তার মধ্যেই একটি বেডরুমে পড়েছিল তিনটি দেহ। মঞ্জু শ্রীবাস্তব ও তাঁর দুই মেয়ে অংশিকা ও অঙ্কু।

আরও পড়ুন: Assam Flood: গোড়ালি-জল পেরোতে কাঁধে চাপলেন বিজেপি বিধায়ক, বন্যাবিধ্বস্ত অসমের ভিডিও ভাইরাল

আর ঘরের দেওয়ালে সাঁটা ছিল সুইসাইড নোট। ইংরাজিতে লেখা সেই সুইসাইড নোট দেখে হতবাক পুলিশ। তাতে লেখা রয়েছে,’ প্রচুর মারণ গ্যাস রয়েছে ঘরে।কার্বন মনোক্সাইড রয়েছে। এটি দাহ্য। দয়া করে জানালাগুলো খুলে দিন। ফ্যান চালিয়ে দিন। দেশলাই, মোমবাতি বা অন্যকিছু জ্বালাবেন না। পর্দা সরানোর আগে খুব সতর্ক হবেন। গোটা ঘর বিষাক্ত গ্যাসে ভর্তি। এখানে নিঃশ্বাস নেবেন না।’

বাড়ির পরিচারিকা কমলা তাদের চিহ্নিত করেছেন ৷ ওই সোসাইটির সভাপতি এম ডেভিড জানান, পরিবারটি তাদের ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ফেলেছিল ৷ চারিদিকে দরজা, জানালা বন্ধ করে ঘরে গ্যাসের নব অর্ধেক খুলে রেখে ও একটি কয়লার হালকা আঁচ জালিয়ে রেখেছিল ৷ যার ফলে সারা ঘর কার্বন মনোক্সাইডে ভরে গিয়েছিল ৷ এমনকী দরজা, জানালা ছিল পলিথিন দিয়ে আটকানো ছিল ৷

আরও পড়ুন: Kedarnath Yatra: ভারী বৃষ্টির সতর্কতা, কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত