Tripura: 7 dead, 18 injured as chariot catches fire during Rath Yatra procession in Tripura's Unakoti district

Tripura: রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন! ঘটনাস্থলে মৃত্যু অন্তত ৭

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ত্রিপুরায় (Tripura) উলটো রথের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। রথে হাই-টেনশন তারের ছোঁয়ায় অগ্নিসংযোগ, যার জেরে হুলুস্থুল কাণ্ড আগরতলার নিকটবর্তী কুমারঘাট এলাকায়। যার জেরে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

পিটিআই সূত্রে খবর, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটারে তিনি লেখেন, ‘‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েক জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন। এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত এবং আহতদের পাশে দাঁড়াবে।’’ তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও টুইটারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Bus Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ১২

ত্রিপুরার এআইজি (আইন শৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থলেই ৭ জন মারা গিয়েছেন এবং আরও ১৫ জন দগ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

বিরোধীরা অবশ্য ইতিমধ্যে এই দুর্ঘটনার নেপথ্যে প্রশাসনের গাফিলতি দেখছে। প্রশ্ন উঠছে, ওই এলাকায় হাই টেনশন তার আছে জানার পরও কেন রথের গতিপথ নিয়ন্ত্রণ করা হল না? ভিড় নিয়ন্ত্রণ করতে আদৌ প্রশাসন কোনও পদক্ষেপ করেছিল কিনা, সে প্রশ্নও উঠছে।

আরও পড়ুন: Chandrashekhar Azad: যোগীর প্রতিদ্বন্দ্বী চন্দ্রশেখর আজাদের উপর প্রকাশ্যে হামলা, জখম ভীম আর্মি প্রধান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest