Site icon The News Nest

বিজেপির পতাকা হাতে অভিষেকের গাড়িতে ‘লাঠির ঘা’, রণক্ষেত্র হয়ে উঠল ত্রিপুরা

abhishek tripura

গাড়িতে পড়ল লাঠি। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজনীতি। এক নয়, তিন-তিনটি জায়গায় কালো পতাকা দেখানো হয় অভিষেককে। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে থাকা তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অবশ্য এই সব আচরণ করে তাঁদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে অবশ্য জানাচ্ছেন ত্রিপুরার তৃণমূল নেতা আশিষলাল সিংহ।

অভিষেকের সফরকে ঘিরে সোমবার সকাল থেকেই ত্রিপুরা জুড়ে উৎসাহ নিয়ে রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মীরা। কোভিড প্রটোকল মেনেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিবাদন জানাতে প্রস্তুত হয়েছেন তারা। তবে আইপ্যাকের ঘটনার পরে ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, কোভিড প্রটোকল মেনেই মেপে-বুঝে পা ফেলতে হবে কর্মীদের। এদিন অবশ্য দেখা যাচ্ছে আগরতলার মোড়ে মোড়ে উৎসাহিত তৃণমূল কর্মীরা হাজির হয়েছেন।

দেখে নিন ঘটনা প্রবাহ

আরও পড়ুন : আজ ত্রিপুরায় অভিষেক, তার আগেই আগরতলায় ছেঁড়া হল পোস্টার

আরও পড়ুন : ‘‌আগামী দিনে বিজেপিতে কোনও কর্মী থাকবে না’‌, বিধায়কের মন্তব্যে গেরুয়া দলে অস্বস্তি তুঙ্গে

 

Exit mobile version