Site icon The News Nest

Tripura Civic Poll 2021: প্রথমবার লড়েই প্রধান বিরোধী আসনে তৃণমূল; ‘এবার আসল খেলা হবে’, হুঙ্কার অভিষেকের

bjp tmc 1

ত্রিপুরা পুরভোটে (Tripura Civic Polls 2021) বড় জয় বিজেপির। প্রায় ৯৯ শতাংশ আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির। তবে, জয়ের পরও গেরুয়া শিবিরকে অস্বস্তিতে রাখবে রাজ্য রাজনীতিতে তৃণমূলের উল্কার গতিতে তৃণমূলের উত্থান। প্রথমবার লড়েই রাজ্যের অধিকাংশ পুরসভায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে তৃণমূল। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগরতলার ২৫টি আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল শিবির। এত অল্প সময়ের মধ্যে অন্য একটি রাজ্যে গিয়ে সংগঠন গড়ে তুলে একাধিক পুরসভায় দ্বিতীয় স্থানে উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আগরতলায় বিজেপি পেয়েছে ৫৬.৮৮ শতাংশ ভোট ৷ তৃণমূলের দখলে ২০.২২ শতাংশ ভোট গিয়েছে ৷ সেখানে সিপিএম পেয়েছে ১৮.৪৭ শতাংশ ৷ ৫১টি পুর ওয়ার্ডের মধ্যে ২২টি দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷

এই সাফল্যে কর্মীদের অভিনন্দন জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ২০ শতাংশের বেশি ভোট পাওয়ায় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ টুইটে লিখেছেন, আমরা দ্বিতীয় দল হিসেবে উঠে এলাম ৷ প্রতিটি ওয়ার্ডে দলের কর্মী-সমর্থকরা নিজেদের সবটুকু দিয়ে লড়াই করেছেন ৷ এ জন্য তাঁদের ধন্যবাদ ৷ বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে টুইটারে অভিষেক লিখলেন, ‘সবে তো খেলা শুরু, এ বার আসল খেলা হবে ৷’

দলের-র মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের সংগঠনের বয়স আড়াই মাসও হয়নি। দলের নেতা-কর্মীদের ওপর এর মধ্যে একাধিক বার হামলা-মামলা হয়েছে। এমনকী ভোটের দিনেও সন্ত্রাস হয়েছে। নাগরিকদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। তার পরেও তৃণমূলকে বিজেপি দাবিয়ে রুখতে পারেনি। আগরতলায় দ্বিতীয় শক্তি হিসেবে তারা উঠে এসেছে।’ এই সাফল্যের জন্য ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জানান তৃণমূলের মুখপাত্র।

ত্রিপুরার ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে একপেশে ভাবে ৩২৯টি আসন জিতে নিয়েছে বিজেপি (BJP)। বামেরা ৩টি, তৃণমূলের ঝুলিতে ১টি এবং প্রদ্যোৎ মাণিক্য দেববর্মনের টিপ্রা মোথা পেয়েছে একটি ওয়ার্ড। ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতই গেরুয়া শিবিরের দখলে এসেছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২টি আসন জিতেছে বিজেপি। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, গত কয়েক বছরে ত্রিপুরায় বামেদের সংগঠন ধূলিসাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। ফলস্বরূপ একপেশেভাবে জয় পেয়েছে তারা। এই জয়ে উচ্ছ্বসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন, “এটা ত্রিপুরার মানুষের জয়। সংখ্যালঘু ও সংখ্যাগুরু ভাগাভাগি মানেনি তাঁরা। বহু মানুষ এ রাজ্যকে বদনাম করতে চেয়েছে, তাদের যোগ্য জবাব দিল ত্রিপুরার মানুষ।”

 

Exit mobile version