Tripura Election 2021: TMC, CPM alleged Rigging and threatning against BJP in municipal

Tripura Civic poll: লাগামছাড়া ‘সন্ত্রাস’, ত্রিপুরায়, ভোট লুঠের ছবিও এল প্রকাশ্যে! অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপ্রিম নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরভোট (Tripura Civic poll) শুরু হতেই ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। এজেন্টদের মারধর, ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে বুথের বাইরে বিজেপির অবৈধ জমায়েত, কোনও কিছুই বাদ যায়নি। এই পরিস্থিতিতে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ত্রিপুরায় (Tripura Civic poll) অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ভোট গণনা শেষ না হওয়া অবধি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেই জানানো হয়েছে।

এদিন সকাল সাতটা থেকে আগরতলায় ভোট গ্রহণ শুরু হয়, বেলা চারটে অবধি ভোট গ্রহণ চলবে। তবে সকাল থেকেই অশান্তির খবর মিলেছে রাজ্যজুড়ে। তৃণমূলের তরফে প্রার্থী ও কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। সিপিআইএমের তরফেও দাবি করা হয়েছে যে, বিজেপি রিগিং করছে। ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শাসানো হচ্ছে।

আগরতলায় তাদের প্রার্থীদের মারধর এবং পোলিং এজেন্টদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। একটি বুথে রিগিংয়ের অভিযোগ তুলে ভিডিয়ো শেয়ার করেছে তৃণমূল এবং সিপিএম।

সিপিএম এবং ত্রিপুরা তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দাবি করা হয়েছে, ভিডিয়োটি আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিনের কাছে গেলেন। কিন্তু মুখে মাস্ক পরা এক যুবক সে দিকে এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে হাত বাড়িয়ে ইভিএম মেশিনের বোতাম টিপলেন। ওই বৃদ্ধা কিছু না বলেই বেরিয়ে চলে গেলেন। এর পর আর এক জন ভোট দেওয়ার সময়ও এই যুবক এসেছিলেন ইভিএমের কাছে। তখন ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘আপনি দাঁড়িয়ে থাকলে আমি ভোট দেব কী করে?’’

আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসকে বিজেপি-র গুণ্ডারা মারধর করেছে বলে অভিযোগ তৃণমূলের। আহত প্রার্থীর ছবিও শেয়ার করা হয়েছে টুইটারে। চোখে আঘাত লেগেছে। ভয়ঙ্কর অবস্থা। কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে। তিনি জানিয়েছেন, তাঁর চোখে ঘুসি মারা হয়। তাকে বেল্ট দিয়ে মারধর করা হয়৷

 

সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন না— এই অভিযোগের স্বপক্ষে একটি ভিডিয়োও শেয়ার করেছে তৃণমূল। সেখানে সাধারণ মহিলা ভোটারদের বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু ভোট পড়ে গিয়েছে বলে তাঁদের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ রকমই এক মহিলা ভোটারকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার ভোট দিয়ে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। আমাদের ফিরিয়ে দিয়েছে।’’ সিপিএমের তরফেও অভিযোগ করা হয়েছে, আগরতলার বিভিন্ন ওয়ার্ডে গুণ্ডারা জমায়েত করছে এবং বিরোধী দলের সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest