Tripura: Father kills 3-year-old child, buries body to hide his crime

Tripura: শিশুপুত্রকে খুন করে মাটিতে পুঁতল বাবা! ঠেকাতে গিয়ে মার খেলেন মাও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিজের বাচ্চাকে খুন (murder) করে মাটিতে পুঁতে (buries) দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে স্বামীর হাতে মার খান স্ত্রীও। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা (Tripura) আগরতলার বলদাখাল এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামল দাস।

অভিযুক্তের বাবা পুলিশকে জানায়, “আমার ছেলে ভীষণই রগচটা স্বভাবের। পরিবারের সকলের সঙ্গে বিশ্রী ব্যবহার করত। শুধু পরিবার না, আত্মীয়স্বজন-পাড়া প্রতিবেশী কারও সঙ্গেই সম্পর্ক ভাল ছিল না। আমার পুত্রবধূ এসে যখন জানায় যে শ্যামল ওঁদের সন্তানকে খুন করে দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিয়েছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ত্রিপুরার (Tripura) আগরতলার বলদাখাল এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম শ্যামল দাস। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের বয়ান শুনে বাড়ি থেকে কিছুটা দূরে মাটি খোঁড়া হয়। সেখান থেকে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। অভিযুক্তের স্ত্রীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্টেশন ইনচার্জ জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশুটির খুলিতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি ভারী কোনও বস্তু দিয়ে শিশুটির মাথায় আঘাত করেছিলেন। খুনের পর ওই ব্যক্তি শিশুটির দেহ নিয়ে গিয়ে বাড়ির পাশের ফাঁকা জমিতে পুঁতে দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest