Site icon The News Nest

Unacademy: ‘সবকিছুর নাম পাল্টানো অশিক্ষিত রাজনীতিবিদকে ভোট দেবেন না’, ভাইরাল অনলাইন ক্লাসের ভিডিও

unaca

ই-লার্নিং প্ল্যাটফর্ম Unacademy-র একজন শিক্ষাবিদ ছাত্রদের শিক্ষিত রাজনীতিবিদদের ভোট দিতে বলে বিতর্কের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া হওয়া ওই শিক্ষকের নাম করণ সাংওয়ান।তিনি ছাত্রদের তাদের ভোট না দিতে বলতে শোনা যায় যারা শুধুমাত্র নাম পরিবর্তন করে।বরং শিক্ষিত রাজনীতিবিদদের নির্বাচিত করতে বলেন তিনি।

করণ সেদিন ক্লাসে আইন পড়াচ্ছিলেন। পড়ুয়াদের সঙ্গে আলোচনা করছিলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লোকসভায় পেশ করা ভারতীয ন্যায় সংহিতা আইন নিয়ে। নয়া এই বিলে, ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইনকে পুরোপুরো বদলে ফেলা হয়েছে। ন্যায়ের কথা বলে জোর দেওয়া হয়েছে দণ্ডের উপর। বিরোধীদের দাবি, এই আইনের মাধ্যমে পুলিশি রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে বিজেপি। করণ সেই বিল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ফৌজদারি আইনের তিনি যে সমস্ত নোট তৈরি করেছিলেন তা মূল্যহীন হয়ে গেছে। তাঁকে বলতে শোনা যায়, ‘এমনকি আমি হাসব নাকি কাঁদব তাও জানি না কারণ আমার কাছে অনেক বেয়ার এক্ট , কেসলোড এবং নোট রয়েছে যা আমি তৈরি করেছিলাম।নতুন করে সব কিছু তৈরি করা খুব কঠিন। এটা প্রত্যেকের জন্য কঠিন কাজ।কারণ আমাকে চাকরিও করতে হয়।’

আরও পড়ুন: Rajya Sabha: ‘উচ্ছৃঙ্খল এবং চেয়ারের অবমাননা’, ডেরেককে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনখড়

এর পরেই করণ বলেন, ‘পরের বার যখনই ভোট দেবেন, একজন শিক্ষিত ব্যক্তিকে বেছে নেবেন জনপ্রতিনিধি হিসেবে। এমন ব্যক্তিকে ভোট দিন যিনি বিষয়গুলি বোঝেন। যাঁরা অশিক্ষিত এবং শুধু নাম পরিবর্তন করতে জানেন এমন রাজনীতিবিদদের ভোট দেবেন না।’

যদিও ওই শিক্ষক কোনও ব্যাক্তির নাম নেননি, তবু সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক বিবৃতিগুলির সঙ্গে মিল খুঁজে পান৷ অনেকে সাংওয়ানকে শিক্ষার নামে রাজনৈতিক অপপ্রচারের জন্য অভিযুক্ত করেছেন। তবে অন্য অংশের মতে, ‘করণ খুব সহজেই সত্যিই কথাটা তুলে ধরেছেন।’ অনেকে বলেছেন, করণ তো কারোর নাম নেননি, তবু গেরুয়া শিবির রাগ করছে কেন? তাহলে কি সত্যি কেন্দ্র সরকার নাম বদল করা ছাড়া আর কোনো কাজ করেনি?

আরও পড়ুন: Delhi (Amendment) Bill: অবশেষে দিল্লি ‘দখল’ মোদীর, আইনে পরিণত হল বিতর্কিত আমলা বিল

 

 

 

 

Exit mobile version