Uniform Civil Code will be introduced for the first time in Uttarakhand

Uniform Civil Code: উত্তরাখণ্ডে প্রথম চালু হবে ইউনিফর্ম সিভিল কোড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশের প্রথম ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা হবে উত্তরাখণ্ডে (Uttarakhand)।পার্বত্য রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেছেন। ইউনিফর্ম সিভিল কোড (UCC) সমগ্র দেশের জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বলে।

ধামি এদিন বলেছেন, “রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যে একটি কমিটি (বিশেষজ্ঞদের) শীঘ্রই গঠন করা হবে এবং এই আইন রাজ্যে কার্যকর করা হবে। এটিই প্রথম রাজ্য যেখানে এই আইন কার্যকর করা হবে।”

এই অভিন্ন আইন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং এই ধরণের অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। ইউনিফর্ম সিভিল কোডের কথা ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারার পার্ট ৪-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারায় লেখা লেখা আছে, “ভারতের সমগ্র ভূখণ্ড জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে রাষ্ট্র।”

বিজেপি নির্বাচনী প্রচারে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিন সেই আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন ধামি। উল্লেখ্য, গত কয়েক দশক ধরে অভিন্ন দেওয়ানি আইন বিজেপির নির্বাচনী হাতিয়ার। ধামি জানিয়েছেন যে, তিনি স্বচ্ছ সরকার গড়ে তুলবেন এবং বিজেপির সমস্ত প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও জানান তিনি।

অভিন্ন দেওয়ানি আইন হল মূলত দেশের সকল নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। অর্থাৎ, উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং দত্তকের ক্ষেত্রে দেশের সকল নাগরিককে এক আইনই মেনে চলতে হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।

অনেকের অভিযোগ এইভাবে আসলে গুটি গুটি পায়ে বিজেপি হিন্দুরাষ্ট্রের দিকে এগোচ্ছে। কেউ কেউ বলেছেন আসেল নিজেই পরাজিত হয়েছেন ধামী। তারফলে তিনি যে বিজেপির কাছে নিজের স্কোর বাড়ানোর জন্য এমন একটা কাজে বাড়তি তৎপর হবেন সেটাই স্বাভাবিক।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest