Unnecessary annoyance! The wild elephant 'punished' the young man, watch the scary video

অহেতুক বিরক্ত করার জের! যুবককে পিষে ‘শাস্তি’ দিল বন্য হাতি, দেখুন ভয় ধরানো ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিজের মতো রাস্তা পার হচ্ছিল হাতির পাল। তাতেও সমস্যা একদল মানুষের। বিনা কারণেই চলছিল ইঁট-পাটকেল ছোঁড়া, ভয় দেখানোর চেষ্টা। আর তাতে যা পরিণতি হওয়ার, তাই হল। সোজা এগিয়ে গিয়ে এক যুবককে পিষে দিল ভীত হাতি।

ভিডিয়োটি অসমের নুমালিঘুরের। তাতে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝ বরাবর চলে যাওয়া রাস্তা পার হচ্ছিল হাতির পাল। রয়েছে বহু হস্তী শাবকও। নিজেদের মতোই রাস্তা পার হচ্ছিল তারা।কিন্তু তাতেও সমস্যা জনতার একাংশের। জনা পঞ্চাশেক স্থানীয় মিলে তাদের ভয় দেখাতে শুরু করলেন। ঢিল ছোঁড়া হচ্ছিল হাতির পাল লক্ষ্য করে। কেউ কেউ অতি উত্তেজনায় সামনে পর্যন্ত চলে যাচ্ছিলেন। আরও জোরে গাড়ির হর্ন বাজানোর জন্যও উত্সাহিত করতে দেখা যায় কাউকে।

আরও পড়ুন: Cloudburst in Kashmir: মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল কাশ্মীরি গ্রাম, মৃত ৭, নিখোঁজ অন্তত ৩০

সম্পূর্ণ পালের হাতিরা তবুও কিছুই প্রতিক্রিয়া করেনি। দ্রুত রাস্তা পার হয়ে যায় তারা। কিন্তু পালের শেষে থাকা একটি বড় হাতি ধৈর্য্য হারাল। সমগ্র দলটি রাস্তা পার হয়ে যেতেই পাল্টা পদক্ষেপ করল সে। তেড়ে গেল জড়ো হওয়া জনতার দিকে। সেই সময়েই পালাতে গিয়ে উল্টে পড়ে গেলেন এক যুবক। সোজা গিয়ে তাকে পিষে দিল হাতিটি। তারপর ফিরে গেল জঙ্গলের দিকে।

বিভিন্ন স্থানে চা-বাগান, চাষের জন্য কেটে ফেলা হয়েছে জঙ্গল। ফলে ভুল করে বা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতিরা। এক্ষেত্রে তেমনটাও কিছু হয়নি। জঙ্গলের মাঝে রাস্তাটুকু পার হতে গিয়েই মানুষের হামলার মুখোমুখি হতে হয় হাতির পালকে।

আরও পড়ুন: অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে নিহত অসম পুলিশের ৬ জওয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest