UP Assembly Election 2022: BJP's CM face Yogi Adityanath is winning his first assembly

UP Assembly Election 2022: প্রথম বিধানসভা ভোটে প্রথম রাউন্ড থেকেই প্রথমে, ইউপি’র ভরসা যোগীতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গোরক্ষপুর শহরে জীবনের প্রথম বিধানসভা ভোট লড়তে নেমে প্রথম রাউন্ড থেকেই একেবারে প্রথমে যোগী আদিত্যনাথ। নমুনা দেওয়া যাক। গোরক্ষপুর (শহর) আসনে প্রথম রাউন্ডের গণনায় যোগী পেয়েছেন ৫,৫৪০ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী শুভাবতী শুক্ল ১,০৭৬ ভোট। এবং, যাঁকে নিয়ে কৌতূহল ছিল, সেই দলিত প্রার্থী চন্দ্রশেখর আজাদ (রাবণ) পেয়েছেন ১৩৩টি ভোট!

উত্তরপ্রদেশের রাজনীতিতে যে উল্কার গতিতে যোগীর উত্থান হয়েছে, তাতে এমনিতেই তাঁর ভাবমূর্তি ‘লার্জার দ্যান লাইফ’। ফলে যে গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি পাঁচ-পাঁচবার সাংসদ হয়েছেন, সেখানে যে তিনি জিতবেন, তা নিয়ে কারও কোনও সংশয় ছিল না। যোগীরও নয়। সম্ভবত সেই কারণেই তিনি নিজে অযোধ্যা থেকে ভোট লড়তে চেয়েছিলেন। রাজি হননি বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন: ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের রহস্যমৃত্যু নিয়ে জোর চর্চা

জনশ্রুতি হল, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগীর সম্পর্ক খুব একটা ‘মসৃণ’ নয়। যদিও এর কোনও আনুষ্ঠানিক সমর্থন কখনও মেলেনি। কিন্তু গোরক্ষপুর (শহর)-সহ উত্তরপ্রদেশ জয় যে এমনিতে খর্বকায় যোগীর ভাবমূর্তি আরও বেশ কয়েক ইঞ্চি বাড়িয়ে দিল, তাতে কোনও সন্দেহ নেই।

ভোটের প্রাথমিক ট্রেন্ড বলছে শুধু গোরক্ষপুর নয়, উত্তরপ্রদেশের সর্বত্র গেরুয়া ঝড়।বিরোধী ঐক্যের ছবি সেভাবে প্রভাব ফেলতে পারেনি উত্তরপ্রদেশে। সেখানে কার্যত একচেটিয়া দাপট ধরে রাখতে পেরেছে গেরুয়া শিবির। বুথ ফেরত সমীক্ষাতেও জানা যাচ্ছিল, UP-তে একচেটিয়া দাপট দেখাবে BJP। দ্বিতীয় স্থানে থাকবে অখিলেশ যাদবের দল। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সত্যি করে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির, উত্তরপ্রদেশের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে এমনটাই।

আরও পড়ুন: Uttarakhand Election Results 2022: উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি, জোর লড়াই কংগ্রেসের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest