Uttar Pradesh: Minor Boys Forced To Drink Urine, Chillies Inserted In Private Parts In Uttar Pradesh

Uttar Pradesh: যোগী রাজ্যে চোর সন্দেহে জোর করে মূত্রপান দুই নাবালককে, মলদ্বারে ঘষা হল লঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নৃশংসতা কোন পর্যায়ে যেতে পারে তার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। শুধুমাত্র চোর সন্দেহে দুই নাবালককে জোর করে মূত্রপান করানো হল। শুধু তাই নয়, মলদ্বারে বিষাক্ত কাঁচা লঙ্কা ঘষে দেওয়া হল। চরম অমানসিক নির্যাতনে যন্ত্রণায় যখন আর্ত চি‍ৎকার করছে দুই খুদে শিশু তখন পাশবিক উল্লাসে মাততে দেখা গিয়েছে নির্যাতনকারী নরপিশাচদের। শিহরে ওঠার মতো ওই নির্যাতনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই নিন্দার ঝড় উঠেছে। চাপে পড়ে ছয় নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, এক দল লোক মারধর করছে দুই কিশোরকে। তার পর তাঁদের মধ্যে কয়েক জন গালিগালাজ করতে করতে কিশোরদের জোর করে প্রস্রাব খাইয়ে দেন। শুধু তাই-ই নয়, কেউ কেউ আবার শাসাতে থাকেন, প্রস্রাব না খেলে, লঙ্কা না চিবোলে আরও মারধর করা হবে। তার পরই দুই কিশোরকে বেঁধে প্রস্রাব এবং লঙ্কা খেতে বাধ্য করা হয়।

আরও পড়ুন: Rajasthan: প্রেমে সাড়া না দেওয়ায় বোতলে প্রস্রাব ভরে পান করানো হল ছাত্রীকে, অভিযুক্ত সহপাঠীরা

আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োটিরও সত্যতা যাচাই করেনি The News Nest। সেখানে দেখা গিয়েছে, কিশোরদের পোশাক খুলিয়ে তাদের গায়ে লঙ্কা ঘষে দিচ্ছেন এক ব্যক্তি। তারা চিৎকার করছিল, কিন্তু তার পরেও লঙ্কা ঘষে দেওয়া হচ্ছিল। এর পর দুই কিশোরের শরীরে হলুদ রঙের একটি তরল ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ৪ অগস্টের, পাথরা বাজার থানা এলাকার। এক কিশোরের বয়স ১০। অন্য জনের বয়স ১৫।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিয়োটি পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তাঁদের মধ্যে ছ’জনকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থনগরের অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন: Indian Railways: মোদীর হাতে শিলান্যাস ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের, নতুন রূপ পাবে বাংলার ৩৭ স্টেশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest