Uttarakhand: Fine of Rs 10 crore, life term: Uttarakhand’s new anti-cheating law

Uttarakhand: পরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, ১০ কোটি টাকা জরিমানা! কড়া আইন উত্তরাখণ্ডে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া অবস্থান নিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) রবিবার জানিয়ে দিলেন, চাকরির পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। সেই সঙ্গে  জরিমানা হতে পারে ১০ কোটি টাকা! নতুন এই আইন কার্যকরের উদ্দেশ্যে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামীর সরকার। অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ আদালত গড়ার কথাও বলা হয়েছে অধ্যাদেশে।

কালসিতে একটি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে বক্তৃতা করছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “তরুণদের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সরকার কোনো আপস করবে না। এখন কেউ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।”

আরও পড়ুন: online medicine: দেশজুড়ে বন্ধ অনলাইনে ওষুধ বিক্রি, নির্দেশ কেন্দ্রের, চিন্তায় আম আদমি

শুক্রবার উত্তরাখণ্ড ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা (নিয়োগের ক্ষেত্রে অন্যায় উপায়ের প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা)’ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাজ্যের উপরাজ্যপাল গুরমিত সিং। এর আগে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস মামলার বিরুদ্ধে পরীক্ষার্থীদের প্রতিবাদের পরে তিনি অধ্যাদেশটি অনুমোদন করেছেন। রাজ্যপালের সম্মতির পর অধ্যাদেশটি এখন আইনে পরিণত হয়েছে।

সরকারি সূত্রের খবর, বিধানসভার পরবর্তী অধিবেশনে সেটি পাশ করানো হবে। সাম্প্রতিককালে হিমালয় ঘেরা ওই পাহাড়ি রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের কয়েকটি অভিযোগের জেরেই এমন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: BBC: তথ্যচিত্র বিতর্কই কি কাল? বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে আয়কর দফতরের হানা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest