What is the need to open a cinema hall, BJP is entertaining well, commented Sanjay Raut

সিনেমা হল খোলার দরকার কী, বিজেপিই তো মনোরঞ্জন ভালই করছে মন্তব্য সঞ্জয় রাউতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশের মানুষের মনোরঞ্জন করছে বিজেপি (BJP)৷ বিরোধিতার নামে কমেডি শো (Comedy Show) চালাচ্ছে৷ দলীয় মুখপত্র ‘সামনায়’ ঠিক এই ভাষাতেই মহারাষ্ট্রের বিরোধী দল বিজেপির সমালোচনায় মুখর হলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)৷

২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra Chief Minister Uddhav Thackeray)৷ কিন্তু সেনা সাংসদ সঞ্জয় রাউতের মতে, কোভিড বিধিনিষেধের মধ্যে সিনেমা হল বা থিয়েটার খোলার দরকার কী? বিজেপি তো মনোরঞ্জন করে সবাইকে মাতিয়ে রেখেছে৷ মহারাষ্ট্রের বিরোধী দল হিসেবে বিজেপির ভূমিকার সমালোচনা করতে গিয়ে এমনটা জানান সঞ্জয় রাউত৷ তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে রাজ্যে বিজেপি সব সীমা অতিক্রম করেছে৷’

সঞ্জয়ের নিশানায় বিজেপি নেতা কিরিট সোম্যা (Kirit Somaiya)৷ শিবসেনা সাংসদ সামনায় লিখেছেন, ‘প্রতিদিন বিজেপি নেতা রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ তুলে আনছেন৷ তার পর তাঁদের বিধানসভা কেন্দ্রে চলে যাচ্ছেন৷ আমার মনে হয় রাজ্য সরকারের তাঁর ভ্রমণে বাধা দেওয়া উচিত নয়৷ তাঁর অভিযোগগুলো অনেকটা সাবানের বুদবুদের মত’

২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে। নাটক, চলচ্চিত্রের সঙ্গে জড়িত মানুষদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে শনিবার। যদিও করোনাবিধি মেনে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: Bharat Bandh: কৃষকদের ডাকে আগামীকাল ভারত বনধ, ইস্যুকে সমর্থন করি, বনধকে নয় : মমতা

শুক্রবারই মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে সাধারণদের জন্য ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে। শনিবার প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে খুব তাড়াতাড়ি একটি নোটিস জারি করে করোনাবিধি প্রকাশ করা হবে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে, পরিচালক রোহিত শেট্টি, কুণাল কপূর, নাট্যব্যক্তিত্ব মকরন্দ দেশপাণ্ডে-সহ আরও কিছু মরাঠি শিল্পী।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest