What other announcements has Modi made, including the 'Gatishakti' project? Find out at a glance

‘গতিশক্তি’ প্রকল্প-সহ আরও কী কী ঘোষণা মোদীর? একনজরে জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৭৫ তম স্বাধীনতা দিবসের ৮৮ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং-সহ বীর বিপ্লবীদের স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতার জন্য ধন্যবাদ জানান জওহরলাল নেহরু ও বল্লভভাই প্যাটেলদের। এদিনের ভাষণে কেন্দ্র সরকারের নানা প্রকল্পের কথাও তুলে ধরেন নমো। তারইমধ্যে গুরুত্বপূর্ণ কী কী বললেন, দেখে নেব একনজরে-

গতিশক্তি প্রকল্পের ঘোষণা 

দেশের বেকারত্ব মেটানো ও যুবকদের কর্মসংস্থানের জন্য ১০০ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘ভবিষ্যতে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। আমাদের দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রকল্প আনা হবে। এতে যুবকদের কর্মসংস্থান বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কাজে লাগাতে হবে প্রযুক্তিকেও।’

আগামী ২৫ বছরের রোডম্যাপ 

স্বাধীনতা দিবসের ভাষণ থেকে আত্মনির্ভর ভারতের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন যেন আমরা সগর্বে আত্মনির্ভর ভারতের কথা বলতে পারি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তাই পরিকল্পনা করে এগোতে হবে। আমাদের শপথ নিতে হবে।’

করোনা ও ভ্যাকসিনেশন 

করোনা ভ্যাকসিনেশনের জন্য ভারতকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।বলেন, ‘করোনার মোকাবিলার জন্য ভারত ধৈর্যের সঙ্গে কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতার সামনাসামনি করতে হয়েছে। তবে করোনার টিকার জন্য আমাদের কারও মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি।’

আরও পড়ুন: গরিবরাই কেন্দ্রের অগ্রাধিকার, দাবি মোদীর ,অথচ দেশে গরিবের সংখ্যাই জানে না কেন্দ্র!

৩৭০ ধারা, রাম জন্মভূমি বিবাদের সমস্যার সমাধান

মোদী বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার করা হোক বা জিএসটি বা হোক রাম জন্মভূমি বিবাদের শান্তিপূর্ণ সমাধান, বছরের পর বছর ধরে চলে আসা সমস্যার সমাধান করেছি আমরা।

সৈনিক স্কুলে পড়তে পারবে দেশের মেয়েরাও

মোদী বলেন, আগে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হত না। নতুন শিক্ষানীতিতে খেলাকে অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হবে না। এটিকে পঠনপাঠনের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে। দেশের সৈনিক স্কুলগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হবে। যাঁরা সৈনিক স্কুলে পড়তে চান তাঁদের জন্য দেশের সবকটি সৈনিক স্কুলের দরজা খোলা থাকবে।

বন্দে ভারত নিয়ে ঘোষণা

মোদী জানান, স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশের প্রতিটি কোণায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন।

‘কম দামে ওষুধ, হাসপাতালের পাশে অক্সিজেন প্লান্ট’

কম দামে ওষুধ দেওয়া শুরু হচ্ছে। হাসপাতালের পাশে অক্সিজেন প্লান্ট হচ্ছে। বিকাশ সর্ব স্তরে হওয়া উচিত। গত ৭ বছরে এই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। এটিকে আরও দ্রুত গতিতে করতে হবে। পূর্ব ভারত হোক, ইত্তর-পীর্ব হোক কী জম্মু-কাশ্মীর, সব জায়গাতে বিকাশ পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন: Independence Day: মাতঙ্গিনী হাজরা অসমের! লালকেল্লায় বেফাঁস Narendra Modi

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest