Site icon The News Nest

Womens Reservation: শুধুই ভোট চমক! আইনে পরিণত হলেও মহিলা সংরক্ষণ চালু হতে বহু দেরি, কারণ জানুন

Women Reservation Bill

সংসদের পেশ হল মহিলা সংরক্ষণ বিল। সহযোগিতার কথা জানিয়েছে বিরোধী কংগ্রেস। ফলে সংসদে মহিলা সংরক্ষণ বিলের আইনে পরিণত হওয়ায় বড় কোনও বাধা নেই। প্রশ্ন হল, চলতি অধিবেশনে এই বিল আইনে পরিণত হলেই কী ২০২৪ সালে আসন্ন লোকসভা ভোটে তা কার্যকর সম্ভব? এটি পাস হয়ে আইনে পরিণত হওয়ার পর তা লাগু হতে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছে কোনও কোনও মহল। তার পেছনে রয়েছে একগুচ্ছ কারণ।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগের দিন রবিবার প্রথামাফিক ডাকা সর্বদল বৈঠকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কোনও কথা জানায়নি কেন্দ্র। এমনকি, মঙ্গলবারের আলোচ্যসূচিতেও প্রথমে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। অধিবেশন শুরুর পরে ‘স্‌প্লিমেন্টরি লিস্ট অফ বিজনেস’-এ ১২৮তম সংবিধান সংশোধনী বিল হিসাবে মহিলা সংরক্ষণের বিলটি পেশ করার কথা জানানো হয়। যদিও বিল পেশের সময় প্রথামাফিক খসড়া প্রতিলিপি সাংসদদের দেওয়া হয়নি বলে অভিযোগ। বিল পেশের আগে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীর আমলেই মহিলা সংরক্ষণ বিল পেশের চেষ্টা হয়েছিল। কিন্তু সংসদের প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তা সম্ভব হয়নি। ঈশ্বর সেই পবিত্র কর্তব্য পালনের জন্য আমাকে বেছে নিয়েছেন।’’

আরও পড়ুন: Parliament Special Session: সোমবার সংসদের বিশেষ অধিবেশন, রবিতে সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার

মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি লোকসভায় পেশ করার সময় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী জানান, ১৩ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলেই মহিলা বিল সংসদের উচ্চকক্ষে পাশ হয়ে গিয়েছিল। ‘জবাবে’ মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘সেই সরকারের আর অস্তিত্ব নেই। বিলটির মেয়াদও শেষ হয়ে গিয়েছে।’’

সরকারি সূত্রে খবর, বাদল অধিবেশনের বিশেষ পর্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাস হলেও তা ২০২৪ সালের লোকসভায় কার্যকর হবে না। এখন পাস হলেও ওই আইন বলবৎ হবে ২০২৯ সালে। অর্থাৎ এখনও অপেক্ষা প্রায় ৬ বছরের।কেন এই অপেক্ষা? এই বিল তৈরির ক্ষেত্রে সরাসরি যুক্ত এক সরকারি আমলা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, ২০২৬ সালে লোকসভার আসন সীমানার পুনর্বিন্যাস হবে। তার ভিত্তিতেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর হবে। ওই সরকারি আমলার কথায়, ‘বিলটি চলমান অধিবেশনে পেশ করা হচ্ছে। তবে অনেক যদি এবং কিন্তু আছে। তাই আগামী লোকসভা নির্বাচনের আগে বাস্তবায়নের সম্ভাবনা নেই। সম্ভবত, জনগণনার ভিত্তিতে লোকসভার আসনগুলির সীমানা নির্ধারণের (যা ২০২৬ সালে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে) পরেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর হবে।’

কংগ্রেস নেতা জয়রাম রমেশ মঙ্গলবার বলেন, ‘‘এই বিল মোদী সরকারের নির্বাচনী চমক ছাড়া আর কিছু নয়। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জনসুমারি বা আসন পুনর্বিন্যাস, কোনওটাই হবে না।’’

আরও পড়ুন: Chandrayaan-3: বেতন পাননি দীর্ঘ ১৮ মাস, লঞ্চপ্যাড তৈরি করা ISRO-র কর্মী বিক্রি করছেন ইডলি

Exit mobile version