Site icon The News Nest

ক্যারিবিয়ানদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত, ধোনিকে পিছনে ফেলে রেকর্ড বিরাটের

india win

ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণভাবে করল ভারত। দুই টেস্টের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ভারত ১২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। একই দিনে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি জয়ের রেকর্ডের মালিকও হয়ে গেলেন বিরাট কোহালি। অধিনায়ক হিসেবে তিনি জিতলেন ২৮টি টেস্ট। তাঁর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির।

প্রথম টেস্টে ৩১৮ রানের বিরাট ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও শুরু থেকে দাপট দেখায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪১৬ রানের বিশাল রান করে ভারত। এই রানের পিছনে বড় অবদান ছিল ভারত অধিনায়ক কোহলির। তিনি ৭৬ রান করে আউট হন। ওপেনার ময়ঙ্ক আগরওয়ালও ৫৫ করেন। কিন্তু তারপরে দেখা গেল হনুমা বিহারির ধৈর্যশীল ব্যাটিং। প্রথম টেস্টে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। কিন্তু এই টেস্টে করলেন না। জীবনের প্রথম সেঞ্চুরি এল বিহারির ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ইশান্ত। তিনিও জীবনের প্রথম হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৭ রানে শেষ হয় ইশান্তের ইনিংস। হোল্ডার ৫ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শুরুতেই ধরাশায়ী হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস।দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডার রান না পেলেও ফের রান করলেন বিহারি ও রাহানে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৫৩ করেন হনুমা। রাহানেও ৬৪ করেন। ৪ উইকেটে ১৬৮ রানে ডিক্লেয়ার হয় ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের টার্গেট দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের তুলনায় খানিকটা ভালো ব্যাট করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ব্রুকস হাফসেঞ্চুরি করেন। ব্রাভো, ব্ল্যাকউড ও হোল্ডারও ভালো রান করেন। অন্যদিকে প্রথম ইনিংসের তুলনায় বুমরাহ কিছুটা নিষ্প্রভ থাকলেও তাকে পূরণ করে দেন ইশান্ত, শামি ও জাদেজা। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২১০ রানে শেষ হয় ক্যারিবিয়ান ইনিংস। দ্বিতীয় টেস্টে ২৫৭ রানের ব্যবধানে জয় পায় ভারত। শামি ও জাদেজা ৩টি করে উইকেট নেন।

Exit mobile version