Yati Narasimhanand Giri Use Abused Words For Mahatma Gandhi, Police Registered FIR

আবারও মহাত্মা গান্ধী সম্পর্কে বিষ ওগড়ালেন যতি নরসিংহানন্দ, দায়ের FIR

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে তীব্র আপত্তিকর শব্দ প্রয়োগ করলেন মহামন্ডলেশ্বর যতি নরসিংহানন্দ। পঞ্চদশনম জুনা আখরার ওই মোহন্ত এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন তিনি বলে দাবি করা হচ্ছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি The News Nest। এই ভিডিয়োকে কেন্দ্র করে যতি নরসিংহানন্দের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুসৌরি পুলিশ।

গত ১৩ জুলাই গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন নরসিংহানন্দ৷ তাঁর মন্তব্যের ওই অংশটুকু পরে ভাইরাল হয়ে যায়৷ দু’মিনিটের ভিডিয়োতে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অভিযান শুরুর কথা বলেন নরসিংহানন্দ৷ তিনি বলেন, ‘এক লক্ষ লোকের সই নিয়ে সুপ্রিম কোর্টে যাব৷ গান্ধীকে যার ইচ্ছে নিজের বাপ বলে মনে করুন৷ কিন্তু আমরা জাগ্রত হিন্দুরা তাকে বাপ বলে মানি না৷ জাতির জনক তো অনেক দূরের কথা৷’ তাঁর আরও সংযোজন, ‘রাষ্ট্রপিতা বা জাতির জনক কি কোনও সাংবিধানিক পদ? সংবিধান কাউকে রাষ্ট্রপিতা বানাতে পারে? কয়েকজন দালাল ও চাটুকার তাঁকে রাষ্ট্রপিতা বানিয়েছে৷’

আরও পড়ুন: National Emblem : খোলা শ্বদন্ত, হিংস্র অভিব্যক্তি! মোদী উন্মোচিত প্রতীক নিয়ে বাড়ছে ক্ষোভ

শুধু তাই নয়, হাজার হাজার হিন্দু খুনের জন্য গান্ধীকেই দায়ী করেন নরসিংহানন্দ৷ জাতির জনককে হিন্দু হত্যাকারী বলে অভিহিত করেন তিনি৷ তিনি জানিয়েছেন, গোটা দেশ জুড়ে প্রচার করব, মহাত্মা গান্ধীর জন্যই হাজার কোটি হিন্দু এক ইঞ্চি নিজের জায়গাও পান না, তাঁর জন্য়ই আজও সাধু, মহাত্মাদের জেলে যেতে হয়।

নরসিংহানন্দের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই নতুন করে আবার শোরগোল পড়ে গিয়েছে৷ সমাজে শান্তি ভঙ্গ এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে উত্তরাখণ্ডের মুসৌরি থানায় দায়ের হয়েছে অভিযোগ৷

মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান মৌসুরি থানার সাব ইন্সপেক্টর রামসেবক৷ তাঁর অভিযোগ, পুরো ভিডিয়োতে মহাত্মা গান্ধীকে কখনও ব্রিটিশদের দালাল, কখনও হিন্দু হত্যাকারী বলে অভিহিত করেছেন নরসিংহানন্দ৷ এই ধরনের মন্তব্যে আইনশখৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে৷ মুসৌরির এসপি (গ্রামীণ) ইরাজ রাজা জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে নরসিংহানন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তবে এই প্রথম নয়৷ এর আগে আলটপকা মন্তব্যে নিজেকে বহুবার বিতর্কে জড়িয়েছেন যতি নরসিংহানন্দ৷ কয়েকমাস আগে হরিদ্বারের ধর্ম সংসদে তিনি হিন্দু ধর্ম রক্ষায় মুসলিমদের তলোয়ার দিয়ে হত্যা করার ডাক দিয়েছিলেন৷ সেই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হয়েছিল অভিযোগ৷ কয়েকমাস জেলেও থাকতে হয়৷

আরও পড়ুন: Kashmir: আরতি করে হাজীদের স্বাগত জানাল হিন্দু পণ্ডিতরা, নবী মহম্মদের প্রশংসায় গাইলেন ‘নাত’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest