‘Your bad days are coming… I curse you’: Livid Jaya Bachchan lashes out at govt in Rajya Sabha

ঐশ্বর্যকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র, সংসদে মেজাজ হারিয়ে অভিশাপ জয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পানামা পেপার্স মামলায় সোমবার ঐশ্বর্য রাই বচ্চনকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED questions Aishwarya Rai Bachchan for five years in panama papers scandal) ৷ বিদেশে প্রাক্তন বিশ্বসুন্দরীর বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে তাঁকে সম্প্রতি সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর আগে একই ঘটনায় ইডি’র সমন পেলেও সময় চেয়ে সেই সমন এড়িয়ে গিয়েছিলেন ঐশ্বর্য ৷ তবে এবার দেরি করলেন না ৷

পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধেয় নয়াদিল্লি ইডি অফিস ছাড়েন বচ্চন-বধূ ৷ ঐশ্বর্য এদিন তাঁর বয়ানে ইডি আধিকারিকদের সন্তুষ্ট করতে পেরেছেন, না কি অভিনেত্রীকে ফের ডাকা হবে সে বিষয়টি স্পষ্ট নয় এখনও ৷ তবে এদিন অভিষেক-পত্নীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা ৷

সেদিনই সংসদে ‘ব্যক্তিগত বিষয়ে মন্তব্যের’ জন্য কেন্দ্রের শাসক দলকে ‘অভিশাপ’ দিলেন ঐশ্বর্যের শাশুড়ি তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বললেন, ‘আপনাদের খারাপ দিন শুরু হবে। আমি অভিশাপ দিচ্ছি।’

সোমবার রাজ্যসভার মাদক (সংশোধনী) বিলের বিষয়ে আলোচনার সময় ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারকে তোপ দাগেন জয়া। সেই সময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা। তিনি জানান, সংশোধনী বিলের বিষয়ে কিছু বলতে চাইলে জয়া বলতে পারেন। এটা ‘লড়াইয়ের’ সঠিক জায়গা নয়। তারইমধ্যে বিজেপি সাংসদদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন জয়া। সেই সময় জয়া বলে ওঠেন, ‘তাঁরা কীভাবে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে পারেন? যাঁরা বাইরে বসে আছেন, তাঁদের প্রতি কোনও সম্মান নেই আপনাদের।’

আরও পড়ুন: এবার থেকে নবজাতকদের Aadhaar তালিকাভুক্তি হাসপাতালেই, জানুন কীভাবে

যদিও কোন ‘ব্যক্তিগত বিষয়ে’ মন্তব্য উড়ে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি জয়া। সংসদের বাইরে তিনি বলেন, ‘আমি কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। ওঁরা যা বলেছেন, তা দুর্ভাগ্যজনক। ওঁরা যেভাবে কথা বলেছেন, সেভাবে কথা বলা উচিত হয়নি। সেজন্য আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম।’ তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, উত্তরপ্রদেশের এক বিজেপি সাংসদ জয়াকে বলেছিলেন, ‘সিনেমা চলছে না। নাটক করছেন কেন?’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের (Panama Papers Case) তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।

আরও পড়ুন: শেয়ার বাজারে ‘ওমিক্রন’ হানা! ফের পতন নিফটি এবং সেনসেক্সের

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest