Zomato creates history with its debut in share market, holding above RS 120

Zomato: শেয়ার বাজারে পা রেখেই ইতিহাস, জোম্যাটোর বাজারমূল্য গিয়ে ঠেকল ১ লক্ষ কোটিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রথম দিনেই মাত করল জ়োম্যাটো। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্চ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অভিষেক হল জ়োম্যাটো ফুড ডেলিভারি সংস্থার। তার এই অভিষেক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। বাজার খুলতেই সে সব প্রত্যাশা পূরণ তো করলই নতুন দিশাও দেখাল স্টার্ট আপ সংস্থা হিসাবে। এ দিন ৮২.৫ শতাংশ বৃদ্ধি পায় জ়োম্যাটো শেয়ার। বাজার সেভাবে না বাড়লেও, নিজের দমে বিনিয়োগকারীদের মন কেড়েছে জ়োম্যাটো।

এক দশকেরও বেশি আগে যাত্রা শুরু জোম্যাটোর। তখনও ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন বুনতে শেখেনি দেশ। সেই সময়ই ভোজনবিলাসীদের কথা মাথায় রেখে স্টার্টআপটি শুরু করেন পঙ্কজ চাড্ডা এবং দীপেন্দ্র গয়াল। পরবর্তী কালে তাতে বিনিয়োগ করে ইনফো এজ এবং চিনের অ্যান্ট গ্রুপ। শুরুতে ভাল রেস্তরাঁ, তাদের মেনু এবং খাবারের গুণমান নির্ধারণ করাই কাজ ছিল সংস্থার। ‘দুয়ারে খাবার’ পরিষেবা শুরু হয় পরে। বর্তমানে বিশ্বের ২৪টি দেশে খাবার সরবরাহে যুক্ত জোম্যাটো।

তবে ২০০৮ সালে স্টার্টআপ নিয়ে নামলেও, গত বুধবারই প্রথম শেয়ার বাজারে পা রাখে জোম্যাটো। শেয়ার প্রতি দাম রাখা হয় ৭৬ টাকা। কিন্তু শুক্রবার সকালে বাজার খুলতে নথিভুক্তিকরণ শুরু হলে, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ তাদের প্রত্যেক শেয়ারের দাম বেড়ে ১১৫ টাকায় পৌঁছয়। অর্থাৎ এক দিনের ব্যবধানে ৫১.৩২ শতাংশ বৃদ্ধি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এ জোম্যাটোর শেয়ারে ৫২.৬৩ শতাংশ বৃদ্ধি ঘটে। প্রত্যেক শেয়ারের দাম বেড়ে হয় ১১৬ টাকা। দুপুর ১২টা নাগাদ তা বেড়ে ১২৬.৫ টাকায় পৌঁছয়।

আরও পড়ুন: মানুষের বিপদে যারা ফায়দা তোলে সেই হাসপাতালগুলি বন্ধ করা উচিত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বিএসই সূত্রে খবর, মোট ৯ হাজার ৩৭৫ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ে জোম্যাটো। তা কেনার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঘরে তুলেছে জোম্যাটো, যা শেয়ার বাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। শুধু তাই নয়, শেয়ার বাজারে পা রাখার সঙ্গে সঙ্গেই ‘ইউনিকর্ন’ তকমা পেয়ে গিয়েছে জোম্যাটো। যে সমস্ত সংস্থার বাজার মূল্য ৭ হাজার ৪০০ কোটি টাকার বেশি (১০০ কোটি ডলার) হয়, শেয়ার বাজারের ভাষায় তাদের ‘ইউনিকর্ন’ বলা হয়।

আর এই বর্ধিত শেয়ার মূল্যে ভর করেই সংস্থার বাজারমূল্য বেড়ে একধাক্কায় ১ লক্ষ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলল। ঢুকে পড়ল দেশের প্রথম ১০০টি সংস্থার তালিকায়।

আরও পড়ুন: Raigad Landslide: প্রবল বৃষ্টিতে ধস, রায়গড়ে মৃত্যু কমপক্ষে ৩০ জনের, আটকে বহু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest