Site icon The News Nest

ভিডিয়ো কলে দেশের রাষ্ট্রপতি, নগ্ন হয়ে স্নান শুরু আমলার! দেখে নিন ভাইরাল ভিডিয়ো

ওয়েব ডেস্ক: করোনার কারণে লকডাউন। আর এমন সময়ে ভিডিয়ো কলেই বৈঠক সারছেন রাষ্ট্রপ্রধানরা। এমনই এক ভিডিয়ো-বৈঠকে লাইভ ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Brazilian President Jair Bolsonaro)। আর এমন সময়েই ভিডিয়ো বৈঠকের মাঝেই নগ্ন হয়ে স্নান শুরু করে দেন ব্রাজিলেরই এক আমলা।

জুম ভিডিয়ো অ্যাপ্লিকেশন ব্যবহার করে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বৈঠকে ছিলেন আরও ১০ জন। বৈঠকের মাঝেপথেই উঠে চলে যান এক ব্যক্তি। বৈঠকে উপস্থিত আরও এক রাজনীতিকের কাছে এই নিয়ে জানতেও চান। বৈঠক ছেড়ে উঠে যাওয়া ব্যক্তিকে নিয়ে দুই রাজনীতিকের আলোচনার মাঝেই পোশাক পালটে স্নান শুরু করে দেন ওই ব্যক্তি। যানা গেছে, তিনি দেশের শিল্প সংক্রান্ত কমিটির সদস্য।

আরও পড়ুন: করোনা আতঙ্ক! ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং বন্ধ করতে আসতে চলেছে নয়া নির্দেশিকা?

গোটা বিষয়টি বুঝতে পেরে প্রেসিডেন্টকে বুঝিয়ে বলেন ব্রাজিলের শিল্পমন্ত্রী পাওলো গুয়েডসে। বৈঠকের মধ্যেই তিনি বলেন, ‘ওহ! গরমের কারণেই স্নান করছেন উনি। তবে ফোন বন্ধ করতে ভুলে গিয়েছেন।’তবে জুম-কলের ওই বৈঠকের স্ক্রিনশট ভাইরাল হতে সময় লাগেনি। ইউটিউবেও ভাইরাল হয়ে যায় ভিডিয়ো। গোটা ঘটনায় প্রেসিডেন্ট বোলসোনারো যে ক্ষুব্ধ, তা জানা গেলেও, ওই ব্যক্তির চাকরি যায়নি।

https://youtu.be/Ig9kEumjpJs

প্রসঙ্গত, করোনা আবহে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলকে (COVID-19 in Brazil) ঘিরে। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ লাখ ৫৪ হাজার। যা গোটা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। করোনায় মৃত্যুতে পিছনে ফেলেছে ব্রিটেন, স্পেইন, ইতালির মতো দেশকে। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, সরকারি তথ্যের চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৭ হাজার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ২১ কোটি জনসংখ্যার দক্ষিণ আমেরিকার এই দেশকে নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জও। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য ইস্তফা দিয়েছেন দু’জন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: জানেন কি আমফান বিদায় নিলেই দরজায় কড়া নাড়বে এইসব সব সাইক্লোন

Exit mobile version