Site icon The News Nest

কুষ্টিয়ায় বিষমদে মৃত্যু ৩ জনের,কারণ কি খতিয়ে দেখছে পুলিশ

kustiya zila school

কুষ্টিয়ায় বিষমদে তিন জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন— খোকসা উপজেলার কালীবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ সানোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, তারা সবাই মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিন জনের মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গত রাত ১২টা থেকে ৩টার মধ্যে পৃথক পৃথক সময়ে তারা হাসপাতালে আসেন। তারা একই জায়গা থেকে মদ কিনেছিলেন কি না তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন : আরব মুলুকের সঙ্গে এবার ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিশাল মিছিল বাংলাদেশেও, ঘেরাও দূতাবাস

Exit mobile version