Site icon The News Nest

সেনেগালে নৌকাডুবি, মৃত অন্তত ১৪০ শরণার্থী

senegal

সেনেগালে নৌকাডুবিতে প্রাণ গেল কমপক্ষে ১৪০ জন শরণার্থীর। গত সপ্তাহে প্রায় ২০০ জন শরণার্থীকে নিয়ে সফর করার সময় নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অফিস ফর মাইগ্রেশন।

‘IOM ট্যুইট করে জানিয়েছে, ‘খুবই দুঃখজনক ঘটনা। গত সপ্তাহে ভূমধ্যসাগরে ঘটে এই দুর্ঘটনা।’ আগে সেনেগালের কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬০ জনকে।

আরও পড়ুন : বাংলা থেকে ‘মুকুল ঘনিষ্ট’ কৈলাস বিজয়বর্গীয়কে দূরে সরাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

গত শনিবার এমবাওয়ারের উপকূল শহর থেকে নৌকাটি ছাড়ে। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গত সপ্তাহে প্রায় ২০০ জন শরণার্থীকে নিয়ে সফর করার সময় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে আগুন ধরে যায়। সেনেগাল কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকার জ্বালানির ড্রাম থেকে নৌকাটিতে আগুন ধরে যায়। এরপরই সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে সেন্ট লুইতে নৌকাটি ডুবে যায়।

এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেপ বোরেল ফন্টেলেস। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘সমুদ্রে আরও একটা দুঃখজনক ঘটনা। মানবপাচারকারীরা এ ধরনের ঘটনার সুযোগ নেয়।’

আরও পড়ুন : Laxmi Puja Wishes 2020: লক্ষী পুজোর শুভেচ্ছা বার্তা ছবি, পাঠাতে পারবেন প্রিয়জনদের

 

Exit mobile version