জন্ম শতবর্ষে গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কয়েক দিন আগেই বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের লক্ষ্যে আয়োজিত হয়েছিল ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠান।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ (Bangladesh) সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে বাংলাদেশে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিনই ঘোষিত হয়েছে ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কারও। ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন ওমানের প্রয়াত রাজা সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ।

এ দিন পুরস্কার ঘোষণার সময় নরেন্দ্র মোদী বলেন, “মানবিকতা ও স্বাধীনতার বীর পুরুষ ছিলেন শেখ মুজিবুর। তিনি ভারতীয়দেরও নায়ক। তাঁর দেখানো পথেই দুই দেশের সমৃদ্ধি এসেছে।” ওয়াকিবহাল মহলের মতে, মোদীর বাংলাদেশ সফরের আগে বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি সম্মানে ভূষিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২৬ মার্চ বাংলাদেশ সফরে যাওয়ার কথা নমোর। সেখানে বিভিন্ন মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে হাসিনা ও মোদীর মধ্যে।

আরও পড়ুন: আরও এক গিনেস রেকর্ডের হাতছানি, বাংলাদেশের রাজপথে আঁকা হল বিশ্বের দীর্ঘতম আলপনা

এই প্রথম গান্ধী শান্তি পুরস্কারে মরনোত্তর সম্মান দেওয়া হচ্ছে। আগামী ২৬ মার্চ বাংলাদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর ও শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সঙ্গে যাবেন শেখ মুজিবর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায়, যা রাজধানী ঢাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে।সেখানে শেখ মুজিবর রহমানের সমাধিস্খলেও শ্রদ্ধা জানাবেন তিনি।

এই সফরে প্রধানমন্ত্রী যাবেন ওলাকান্দিতে, যেখানে মতুয়াদের প্রতিষ্ঠতা হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাবেন।পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ভোটার মতুয়া সম্প্রদায়ের। ভোটের মুখে মতুয়া সম্প্রদায়ের লোকেদের পীঠস্থান ওলাকান্দিতে যাওয়া রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ সতখিরায় যশোরেশ্বরী কালী মন্দিরেও যাবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কিলবিল করে জ্যান্ত পোকা! নিষিদ্ধ এই চিজ বিপুল দামে বিক্রি হয় কালোবাজারে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest