ভারতীয় বিজ্ঞানী ডঃ ইউসুফ হামিদকে শ্রদ্ধা, বদলে গেল কেমব্রিজের রসায়ন বিভাগের নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ডঃ ইউসুফ হামিদ, ভারতীয় বংশোদ্ভূত পোলিশ বিজ্ঞানী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি সিপলা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ‘Generous benefaction’ সম্মানে ভূষিত করা হয়। আগামী ২০৫০ সাল পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ তাঁর নামাঙ্কিত থাকবে।

হামিদ স্কলার্স প্রোগ্রাম নামে নতুন স্কলারশিপ চালু করা হলো, রসায়ন বিভাগে। সারা বিশ্ব থেকে রসায়নের গবেষকরা এই হামিদ স্কলার্স প্রোগ্রামের জন্য আবেদন জানাতে পারবেন। যেসব নবীন গবেষক রসায়নের বেশ কিছু জটিল বিষয় নিয়ে গবেষণা করতে চান, যেমন সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রি তাঁরা স্বচ্ছন্দে এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন: যৌনতা মেলার জের! করোনা সংক্রমণ ছড়াল আমেরিকায়

এছাড়া ডক্টরাল প্রোগ্রামে গবেষণা করছেন এমন যোগ্য প্রার্থীরা স্কলারশিপের জন্য বিবেচিত হবেন। এখন থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নাম হলো ‘ইউসুফ হামিদ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি’। ২০১৮ সালে ডঃ ইউসুফ হামিদকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান, ‘world’s oldest academic chair’ প্রদান করা হয়, এখন থেকে যার নাম, ইউসুফ হামিদ চেয়ার ১৭০২।

ড: হামিদ ২০০৪ সালে ক্রাইস্ট কলেজের ফেলোশিপ অর্জন করেন। ২০০৫ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি ডঃ ইউসুফ হামিদকে সাম্মানিক ফেলোশিপ প্রদান করে। ২০১৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট উপাধি দেয় তাঁকে। ডঃ ইউসুফ হামিদ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন ২০১৯ সালে। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমিরও ফেলো ডঃ হামিদ।

আরও পড়ুন: পিরামিডের সামনে ‘উত্তেজক’ ফটোশ্যুট! জেলে ঠাঁই ফটোগ্রাফারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest