কৃষক আন্দোলনের আঁচ এবার গ্র্যামি-তেও, সমর্থনের বার্তা দিলেন ‘সুপারওম্যান’

এর আগে এই বিক্ষোভের সমর্থনে টুইট করে শিরোনামে আসেন পপ তারকে রিহানা। তাঁকে সমর্থন করেন গ্রেটা থুনবার্গ, লিলি সিং সহ অনেকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লির সীমান্তে যে কৃষক বিক্ষোভের সূচনা হয়, রিহানার (Rihanna) টুইটে সেই ইস্য়ু আন্তর্জাতিক মহলে পৌঁছে যায়। গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) সহ অনেকেই সেই সময় রিহানাকে সমর্থন করেন। ভারতে তিন নয়া কৃষি আইনের (Farm Law) বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সেই ইস্যু এবার উঠে এল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শো-তে। গানের জগতের সব থেকে জনপ্রিয় শো গ্র্যামি-র রেড কার্পেটে (Grammys Red Carpet) ইউটিউবার লিলি সিং কৃষক বিক্ষোভের (Farmer Protest) পাশে থাকার বার্তা দিলেন।

কানাডার নাগরিক ইউটিউবার লিলি সিং এর আগে এই ইস্যুতে রিহানাকে সমর্থন করেছিলেন। এবার রেড কার্পেটে কৃষক বিক্ষোভের পাশে থাকার বার্তা দিয়ে পরলেন স্টেটমেন্ট মাস্ক। এ দিন কালো স্যুট পরে চিত্রগ্রাহকদের দিকে তাকিয়ে পোজ দেন তিনি। তাঁর মুখে থিল একটি কালো মাস্ক, তাতে লেখা, আমি কৃষকদের পাশে আছি (I Stand With Farmers)। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোসেট করে তিনি লিখেছেন, ‘আমি জানি রেড কার্পেটে বা অ্যাওয়ার্ড শো-তে তোলা ছবি সংবাদমাধ্যমে অনেক বেশি প্রচার পায়। সেই জন্যই এরকম একটি অনুষ্ঠানে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি।’

আরও পড়ুন: মাটি খুঁড়লেই মিলছে সোনা! আস্ত সোনার পাহাড় ঘিরে হুড়োহুড়ি কঙ্গোয়

সুপারম্যান নামে পরিচিত এই ইউটিউবার আগেও এই বিক্ষোভের সমর্থনে মুখ খুলেছেন। গত ডিসেম্বরেই ইউটিউবারে তাঁর কয়েক মিলিয়ন ফলোয়ারকে এই বিষয়টা জানাতে এক বিশেষ ভিডিয়ো তৈরি করেন তিনি। জন্মগতভাবে পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান লিলি সেই ভিডিয়োতে বলেছিলেন, এই বিক্ষোভ নাকি বিশ্বের ইতিহাসে সবথেকে বড় আকারের আন্দোলন। তিনি বলেছিলেন, ভারতে কৃষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, অথচ তাঁদের সমস্যে ততটা শান্তিপূর্ণভাবে মিটছে না। শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার নিয়ে সরব হয়েছিলেন তিনি। উল্লেখ্য, ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ।

এর আগে এই বিক্ষোভের সমর্থনে টুইট করে শিরোনামে আসেন পপ তারকে রিহানা। তাঁকে সমর্থন করেন গ্রেটা থুনবার্গ, লিলি সিং সহ অনেকে।

আরও পড়ুন: আড়াই হাজারে কেনা বাটি বিক্রি হচ্ছে সাড়ে ৩ কোটি টাকায়!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest