ঠিক মতো পরীক্ষা হলে ভারত ও চিনে করোনা আক্রান্তের সংখ্যা বহু বাড়বে, দাবি ট্রাম্পের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়াশিংটন: ভারত ও চিনে ব্যাপক হারে করোনা পরীক্ষা হচ্ছে না। ঠিক মতো পরীক্ষা হলে সেখানে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে লাগাতার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁর সরকারকে। এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি রক্ষার্থেই ভারত ও চিনের সঙ্গে তিনি আমেরিকার তুলনা টেনেছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ২০ লাখের বেশি করোনা-টিকা তৈরি করে ফেলেছে আমেরিকা। চূড়ান্ত পরীক্ষা-রিপোর্টে সাফল্য পেলেই বাজারে ছেড়ে দেওয়া হবে ওই টিকাগুলি (COVID Vaccine)।

আরও পড়ুন: সীমান্ত সংকট কি মিটছে ? সমাধান খুঁজতে চিনের মলডো-তে আজ ভারত-চিন সেনাকর্তাদের বৈঠক

‘আমরা টিকা নিয়ে বৈঠক করেছিলাম। সেখানে জানতে পারি খুবই ভালো কাজ হয়েছে। খুবই ইতিবাচক কিছু ফল এসেছে। টিকা তৈরিতে অসম্ভব ভালো কাজ হয়েছে। আমরা পরিবহণ ও সরবরাহের দিক থেকে প্রস্তুত। ২০ লাখের বেশি টিকা তৈরি রয়েছে। অপেক্ষা শুধু সুরক্ষা বিধি রিপোর্টের।’ হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকের মাঝে একথা জানিয়েছেন ট্রাম্প (President Trump)। নিউ ইয়র্ক টাইমসের মতে, করোনাভাইরাসের ওষুধের খোঁজে গবেষণার জন্য পাঁচটি সংস্থাকে নিযুক্ত করেছে মার্কিন প্রশাসন। যদিও তাদের নাম জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জোড়া ধাক্কায় বেসামাল তাঁর সরকার। নোভেল করোনার প্রকোপে দেশ জুড়ে মৃত্যুমিছিল চলছিলই। তার মধ্যেই জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশে। শুক্রবার মেইনে পিউরিটান মেডিক্যাল প্রোডাক্টস-এ দফতরে যান ট্রাম্প। সেখানেই আমেরিকার সঙ্গে অন্যান্য দেশের তুলনা টানেন তিনি। 

তিনি বলেন, উন্নত মানের র‌্যাপিড টেস্টের কিট তৈরি করে পিউরিটান সংস্থা। তাদের সেই কিটের মাধ্যমে পরীক্ষা করা গেলে ভারত ও চিন, দুই দেশেই আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতো বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘দেশবাসীকে জানাতে চাই, আমাদের এখানে বেশি পরীক্ষা হয় বলেই বেশি সংখ্যক রোগী ধরা পড়ে। ভারত এবং চিনে ব্যাপক হারে পরীক্ষা হলে সেখানেও আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে।’’

আরও পড়ুন: অস্বস্তি বাড়িয়ে আমেরিকার বিক্ষোভে শামিল ট্রাম্প কন্যা টিফানি, জানুন অন্দরের খবর

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest