Vaccine নিলে আপনি কুমীর হয়ে যেতে পারেন, হাস্যকর দাবি ব্রাজিলের প্রেসিডেন্টের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনাভাইরাস যখন চিন থেকে সারা বিশ্বে ছড়াতে শুরু করেছিল, তখন তিনি সেটিকে সাধারণ ফ্লু বলে উড়িয়ে দিয়েছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এর পর নিজেই কোভিডে আক্রান্ত হন। তবে করোনা তাঁকে দমাতে পারেনি। মহামারীর শুরুর দিন থেকেই তিনি একের পর এক যুক্তিহীন মন্তব্য করে গিয়েছেন। তাঁর খামখেয়ালিপনার জন্যই ব্রাজিলে করোনা ছড়িয়েছে। এমন দাবি করেছিলেন সেই দেশের নাগরিকরা। এবার করোনা ভ্যাকসিন নিয়েও মজা করার সুযোগ ছাড়লেন না ব্রাজিলের প্রেসিডেন্ট।

এক অনুষ্ঠানে বলসোনারো বলেছেন, ”ফাইজার যে চুক্তি করেছে তাতে পরিষ্কার করে বলা রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য তারা দায়ী হবে না। অর্থাৎ ভ্যাকসিন নিয়ে আপনার যাই হোক না কেন, ফাইজার কিন্তু তার দায় নেবে না। এবার আপনি ভ্যাকসিন নিয়ে কুমির হয়ে যেতে পারেন। আবার আপনি সুপারহিউম্যান হতে পারেন। কোনও পুরুষের গলা থেকে মহিলাদের মতো আওয়াজ বেরোতে পারে। আবার কোনও মহিলার মুখে আচমকা দাড়ি গজাতে পারে। কিন্তু এসব সমস্যা আপনাকেই সামলাতে হবে। ভ্যাকসিন-এর আবিষ্কারক সংস্থা কিন্তু দায় ঝড়ে ফেলবে।”

আরও পড়ুন: বিমান থেকে মাটিতে পড়েও অটুট আইফোন! রেকর্ড হল পতনের ভিডিয়োও

এর আগেও একাধিক বার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মাসখানেক আগে এক লাইভে সটান ভ্যাকসিন নিতে অস্বীকার করেন তিনি। বলে দেন, ‘‘আমি ভ্যাকসিন নেব না। এটা আমার অধিকার।’’ তার আগে গত অক্টোবরে তিনি রসিকতা করে বলেছিলেন, ভ্যাকসিন কেবল তাঁর কুকুরের প্রয়োজন হবে।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলে ফাইজার ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ইতিমধ্যেই ব্রিটেন ও আমেরিকায় জরুরি ভিত্তিতে তা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। ব্রাজিলে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হলেও তা বাধ্যতামূলক নয় বলে আগেই জানিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট। যদিও তাঁর দাবিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট এটি ‘বাধ্যতামূলক’ বলেই জানিয়েছে। তবে কাউকে জোর করা হবে না বলেও উল্লেখ করেছে শীর্ষ আদালত। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে ভ্যাকসিন না নেওয়ার জন্য কাউকে জরিমানা করতে পারে কিংবা কোন‌ও জমায়েতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারিও করতে পারে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য জোর করতে পারবে না।

আরও পড়ুন: নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আগে ভারতে এসেছিল সেই বন্দুকবাজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest