এরকমও হয়! রোগীর পেট কেটে নগদ ৩২ হাজার টাকা বের করলেন ডাক্তার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মিসরের রাজধানী কায়রোর কাসর এল এইনি হাসপাতালে এক রোগীর পাকস্থলী থেকে ৬ হাজার মিসরীয় পাউন্ডেরও (প্রায় ৩৮০ মার্কিন ডলার বা ৩২ হাজার টাকা) বেশি অর্থমুদ্রা বের করেছেন এক চিকিৎসক। তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন ওই রোগী। চিকিৎসকের কাছে স্বীকার করেছিলেন, বেশ কিছুদিন আগে ‘কিছু টাকা’ তিনি গিলে ফেলেছেন। চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ওই রোগীর প্রাণ রক্ষা করেছেন চিকিৎসক।

আরও পড়ুন: কী ভাবে করোনা মোকাবিলা করতে হয়, পাকিস্তানকে দেখে শিখুক বিশ্ব: WHO

তাঁর পেট থেকে চারটি রোলে নোটের মোট সাড়ে ৬ হাজার পাউন্ড উদ্ধার করা হয়েছিল, অস্ত্রপোচার পরিচালনাকারী ডাঃ আবদুল রহমান মোস্তফা জানিয়েছেন। ওই চিকিৎসক আরও জানান, টাকা ছাড়াও অন্যান্য জিনিসও পাওয়া গেছে যেমন কয়েন, ৩৯ টি নখ, ক্লিপার এবং একটি লাইটার। চিকিৎসক বলেছিলেন যে এই প্রথম এমন কোনও রোগী তিনি পেয়েছেন যিনি প্রচুর অর্থ এবং অন্যান্য বিদেশী জিনিস খেয়েছিলেন।

তবে এই ধরণের ঘটনার  নজির এদেশেও আছে।

আরও পড়ুন: বিমার টাকা পেতে নিজের হাত কেটে ফেললেন এই তরুণী, কিন্তু তারপর…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest