কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগ, গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে গ্রেফতার করল সে দেশের জাতীয় তদন্ত ব্যুরো ন্যাব। বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সাংবাদিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এহসান ইকবাল।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর ন্যাব জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার চুক্তিতে কয়েকশো বিলিয়ন ডলারের আর্থিক দুর্নীতির করার অভিযোগ রয়েছে। ২০১৭-১৮ সালে ওই চুক্তি হয়। এখন তাঁকে পুলিশ হেফাজতে রাখা হবে বলে খবর। দলীয় সূত্রে জানা গিয়েছে তাঁকে জামিনে মুক্ত করানোর জন্য প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আব্বাসি পাকিস্তান মুসলিম লিগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে এ দিন গ্রেফতার হলেন। এর আগে দলের নেতা তথা আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। পানামা কেলেঙ্কারি নাম জড়ানোয় সুপ্রিম কোর্টের নির্দেশে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল শাহিদ খাকান আব্বাসি-কে। আব্বাসি গত ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এ দিন তাঁকেও নেওয়া হল পুলিশি হেফাজতে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest