Site icon The News Nest

‘গালওয়ানের ঘটনা ইতিহাসের একটা মুহূর্ত মাত্র, সব মিটে যাবে’, আশাবাদী চীন

modi

গালওয়ান উপত্যকায় গত জুনে চীনা ও ভারতীয় জওয়ানদের সংঘর্ষের ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ইতিহাসের একটা সংক্ষিপ্ত অধ্যায়’ বলে মনে করেন ভারতে চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডং। তাঁর কথায়, ‘‘কিছু দিন আগে সীমান্তে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল যা চিন বা ভারত কেউই চায়নি। এখন আমরা এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। ইতিহাসের নিরিখে এটা একটা সংক্ষিপ্ত অধ্যায় ছাড়া কিছুই নয়।’’

আরও পড়ুন : Lockdown in Bengal: বন্ধ স্কুল- কলেজ, রাজ্যে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্পূর্ণ লকডাউন, দেখুন পূর্ণাঙ্গ তালিকা…

দিল্লিতে চিন-ভারত যুব ফোরামের একটি অনুষ্ঠানে চিনা রাষ্ট্রদূত ওয়েইডং বলেন, ‘‘এই একুশ শতকে প্রতিবেশী দু’টি দেশের সম্পর্ক কখনও পিছনের দিকে হাঁটতে পারে না। বরং তা আগামী দিনে উত্তরোত্তর আরও মজবুত হয়ে উঠবে।’’

ওয়েইডং-এর বক্তব্য, ভারত ও চিন, দু’টি দেশই এখন উদীয়মান। এই পরিস্থিতিতে পুরনো দিনের মতাদর্শগত বিভেদ থেকে সরে আসা উচিত দু’টি দেশেরই। ‘এক জনের লাভ মানে আর এক জনের ক্ষতি’ অথবা ‘কারও লাভ কারও ক্ষতি নেই’ এমন ধ্যানধারণা থেকে দু’টি দেশেরই দ্রুত বেরিয়ে আসার সময় এসে গিয়েছে। নিজের স্বার্থটুকু ছাড়িয়ে গিয়ে দু’টি দেশের আরও কাছাকাছি আসার সময় এসে গিয়েছে।

অতিমারি আর গালওয়ান উপত্যকার উত্তেজেনায় দু’দেশের সম্পর্কে কিছুটা চিড় ধরেছে, এ কথা কবুল করেও দিল্লিতে চিনা রাষ্ট্রদূত বলেছেন, ‘‘একটা পুরনো চিনা প্রবাদ রয়েছে ‘সমস্যার চেয়েও সমাধানের রাস্তা অনেক বেশি’। ভারত ও চিনের নাগরিকদের ২ হাজার বছরের সম্পর্ক সেই অতিমারি আর গালওয়ান উপত্যকার সাম্প্রতিক উত্তেজনায় নষ্ট হয়ে যেতে পারে না।’’

 

ভক্তিবাদী মিডিয়া প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছে,চীন  যেন ভয় পেয়ে গিয়েছে। আইপিলে চিয়ার গার্লদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কিছু মিডিয়া। রাজনীতি আবেগে চলে। পররাষ্ট্র নীতি আবেগে চলতে পারে না। সেই কারণেই এত কিছুর পরও প্রধানমন্ত্রী সরাসরি চীনের নাম নিতে পারেননি। তবে হুঙ্কার ছাড়তে কসুর করেনি। তার বেশি কিছু হয়নি।  প্রধানমন্ত্রী যা পারেননি, তা তাঁর বসম্বৎ মিডিয়া অবশ্য করতে কসুর করেনি। তারা নানা খবর খাওয়ানোর চেষ্টা চালাচ্ছে। তাই আজকের দিনে পাঠকের দায় আর আগের দিনের মত নেই। চোখ খোলা রেখে এখন মিডিয়াকে বিশ্বাস করতে হবে।  চোখ বন্ধ করে নয়। এমনটাই মনে করছেন চেতনা সম্পন্ন লোকজন।

আরও পড়ুন : জোরালো হচ্ছে খুনের তথ্য…নিয়মিত মাদক দেওয়া হত সুশান্তকে, সামনে এল রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

Exit mobile version