রিহানার পর সুজান, কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন অস্কার জয়ী অভিনেত্রী

রিহানা, গ্রেটা, মিয়ার পর এবার কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন আরও এক আন্তর্জাতিক তারকা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রিহানার পর এ বার হলিউড তারকা সুজান সার‍্যান্ডন । কৃষক আন্দোলনের সমর্থনে নেটমাধ্যমে সরব হলেন এই অভিনেত্রী। ভারতের কৃষক আন্দোলন প্রসঙ্গে আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন তিনি শনিবার টুইটারে প্রকাশ করেন। সঙ্গে আন্দোলনের প্রতি নিজের সমর্থনের কথা জানান।

দিল্লিতে একটানা চার মাসেরও বেশি সময় ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন লক্ষ-লক্ষ কৃষক। এখনও দিল্লির সীমানা ঘেরাও করে রেখে বিক্ষোভে সামিল কৃষকরা। নয়া আইন বাতিলের দাবিতেই অনড় কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের ১১ দফা বৈঠক হয়েছে। এখনও পর্যন্ত মেলেনি রফাসূত্র। প্রবল বিক্ষোভের মুখে পড়ে আপাতত কৃষি আইন কার্যকর করার বিষয়টি স্থগিত রেখেছে মোদী সরকার। এদিকে, দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।

৭৪ বছরের সুজান হলিউডের প্রথম সারির অভিনেত্রী। এর আগে মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে তাঁকে বার বার সরব হতে দেখা গিয়েছে। শনিবার তাঁর এই টুইটের ফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট-দুনিয়ায়। ‘ডেড ম্যান ওয়াকিং’ ছবির অভিনেত্রী লিখেছেন, যদি কেউ ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে জানতে চান, কৃষকরা কারা এবং কেন প্রতিবাদ করছেন— সে বিষয়ে আগ্রহী হন, তা হলে প্রতিবেদনটি পড়তে পারেন।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে মোদী সরকারকে তোপ দাগলেন রিহানা, গ্রেটা থুনবার্গ এবং প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা

নেটমাধ্যমে অস্কার-জয়ী অভিনেত্রীর লেখাটা দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজারের বেশি মানুষ লেখাটি নিজেদের অ্যাকাউন্ট থেকে পুনঃপ্রকাশ করেন।

এর আগে কৃষক আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখার জন্য পরিবেশ-কর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। রিহানার বিরুদ্ধে এখনও তেমন কিছু না হলেও সুজানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করা হবে কিনা, তা জানা যায়নি। তবে রিহানা এবং সুজানের ঘটনা থেকে পরিষ্কার, আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ক্রমশ ভারতের কৃষক আন্দোলন আলোচনার বিষয় হয়ে উঠছে।

আরও পড়ুন: রিহানাকে সমর্থন টুইটার কর্তার, ফের কৃষকদের সমর্থনে টুইট মিয়া খলিফার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest