US Election 2020 LIVE : বাইডেন-হ্যারিস জুটি আসতে চলেছে আমেরিকায়, বলছে সমীক্ষা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ট্রাম্প যুগের অবসান। মসনদে বসতে চলেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। হ্যাঁ, মঙ্গলবার মার্কিন ভোটের দিনে এমনটাই ইঙ্গিত মিলছে ভোট-পূর্ববর্তী সমীক্ষায়। সিএনএন-এর সর্বশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে, অন্তত ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪২ শতাংশ, অন্য দিকে ৫২ শতাংশই থাকছেন বাইডেনের পক্ষে। শুধু তাই নয়, পোস্টাল ও আর্লি ব্যলটও ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছেন বাইডেন-কমলা হ্যারিসরা।

কেন ট্রাম্পের থেকে মন ঘোরাচ্ছেন সাধারণ মানুষ? এক কথার উত্তর-কোভিড। আজ পর্যন্ত মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার মানুষের। করোনা আটকাতে পদে পদে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ট্রাম্প। নিজে আক্রান্ত হয়েও প্রকাশ্যে এসেছেন, একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এই অপারগতার খুব ভালো ভাবে নেয়নি সাধারণ মানুষ। তার ইঙ্গিত মিলছে সিএনএন বা নিউইয়র্ক টাইমসের শিরোনামে।

আরও পড়ুন: US Election 2020 LIVE : ম্যাজিক সংখ্যা ২৭০ ছোঁয়ার দৌড়ে এগিয়ে বাইডেন, ১৪৫ ইলেক্টোরাল ভোট ট্রাম্পের

দ্ব্যার্থহীন ভাষায় নিউইয়র্ক টাইমস বলছে, যে পদ্ধতিতেই সমীক্ষা ‌হোক না কেন, ফোন বা অনলাইন পোল, সর্বত্রই এগিয়ে থাকছেন বাইডেন। ফাইভ থার্টি ফাইভ নামক একটি সংস্থার রিপোর্টে উঠে এসেছে, ৬৭ শতাংশ মার্কিন নাগরিক উদ্বিগ্ন করোনা নিয়ে। আর সেই কারণেই ৫৭.২ শতাংশ মানুষ ট্রাম্পের তৎপরতাকে পর্যাপ্ত মনে করছেন না।

ওয়াশিংটন পোস্ট মনে করছে ফক্স নিউজ সংস্থার আধি‌কারিক রুপার্ট মুডরকও মনে করেন, ট্রাম্প জমানা শেষ। এবং তার একমাত্র কারণ করোনাকালীন প্রশাসনিক ব্যর্থতা। কতটা মেলে এইসব ভবিষ্যদ্বাণী আজই জানাবেন মার্কিন ভোটদাতারা।

আরও পড়ুন: US Election 2020 LIVE : ম্যাজিক সংখ্যা ২৭০ ছোঁয়ার দৌড়ে এগিয়ে বাইডেন, ১৪৫ ইলেক্টোরাল ভোট ট্রাম্পের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest