Site icon The News Nest

মঞ্চেই মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত কৌতুকাভিনেতার

manjunath naidu

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: অভিনয় করতে করতে মঞ্চেই মারা গেলেন এক ভারতীয় বংশোদ্ভূত কৌতুকাভিনেতা। অথচ দর্শক এবং তাঁর সহ অভিনেতারা সেটাকে কৌতুকাভিনয়েরই একটি অংশ বলে ভাবলেন। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে স্থানীয় সময় শুক্রবার।

দুবাইয়ের খালিজ টাইমস পত্রিকা সূত্রে জানা গিয়েছে, প্রয়াত ওই কৌতুকাভিনেতার নাম মঞ্জুনাথ নায়ডু ওরফে ম্যাঙ্গো। বয়স ৩৬। আদতে চেন্নাইয়ের বাসিন্দা তাঁর পরিবার। তবে মঞ্জুনাথের জন্ম আবুধাবিতে। পরে দুবাই চলে আসেন।কৌতুকাভিনেতা হিসাবে সম্প্রতি জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন মঞ্জুনাথ। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠান করছিলেন তিনি। কিন্তু কথার মাঝে হঠাৎ হাঁপাতে শুরু করেন তিনি। উৎকণ্ঠায় ভুগছেন বলে জানান। বসে পড়েন পাশে রাখা একটি বেঞ্চের উপর। তার পরই লুটিয়ে পড়েন মাটিতে।

প্রথমে কেউই কিছু ঠাহর করতে পারেননি। হাসানোর জন্যই মঞ্জুনাথ অমন আচরণ করছেন বলে ভেবে বসেন দর্শক। কিন্তু কিছু ক্ষণ পরই ভুল ভাঙে তাঁদের। মঞ্জুনাথ মঞ্চে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন চিকিৎসা কর্মীদের একটি দল। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই মঞ্জুনাথের মৃত্যু হয় বলে জানা যায়।

ওই দিন দুবাইয়ের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কৌতুকাভিনেতা মিকদাদ দোহাদওয়ালাও। মঞ্জুনাথের বন্ধু তিনি। মিকদাদ জানান, মা-বাবা আগেই মারা গিয়েছেন। একমাত্র ভাই ছাড়া আর কেউ ছিল না মঞ্জুনাথের, সহকর্মী এবং বন্ধুদের সঙ্গেই সময় কাটত তাঁর।

Exit mobile version