বিনা খরচে বেড়াতে যেতে চান চাঁদে? আপনার স্বপ্নপূরণ করবেন জাপানের এই ধনকুবের

সূত্রের খবর, মে মাসের মধ্যেই বেছে নেওয়া হবে আটজনকে। তারপর তাঁদের মেডিক্যাল চেক আপ হবে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চাঁদে যেতে চান? ইচ্ছে থাকলে বলুন। সম্পূর্ণ নিখরচায় চাঁদের চারপাশে ঘুরে আসার সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ দিচ্ছেন জাপানি ধনকুবের ইউসাকু মেইজাওয়া। এলন মাস্কের ‘স্পেস-এক্স’ সংস্থার মাধ্যমে ২০২৩-এ এক সপ্তাহের জন্য ‘চাঁদের পাড়ায়’ ঘুরতে যাবেন ইউসাকু। সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ এটি। সঙ্গে আট জন শিল্পীকে চাইছেন তিনি। তাঁদের সমস্ত খরচ দেবেন ইউসাকু। ঠিকঠাক আটজনকে বেছে নিতে শুরু হয়েছে খোঁজ।

‘স্পেসএক্স’ নামের এক সংস্থার তৈরি রকেটে চেপে ২০২৩ সালে চাঁদে যাবেন জাপানের বৃহত্তম অনলাইন ফ্যাশন ব্যবসায়ী ধনকুবের ইয়াসুকু মায়েজাওয়া। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘চাঁদে যাওয়ার টিকিট পান বিনামূল্যে। ৮ জন ক্রু সদস্য চাই। আজই সাইন আপ করুন।’ একটি ইউটিউবে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সব মিলিয়ে ১০ থেকে ১২ জনের জায়গা হতে পারে। কিন্তু আমি ৮ জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যাওয়ার জন্য।”

অনলাইনে ফ্যাশনের জিনিসপত্র বিক্রি করেন জাপানের বিলিওনেয়ার ইউসুকা মায়েজাওয়া। ৪৫ বছর বয়সী ইউসুকা বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন, শুধু শিল্পীদের সঙ্গে নিয়ে যাবেন। পরে ভেবেছেন, যাঁরা কোনও সৃজনশীল কাজ করেন, তাঁরা সকলেই শিল্পী। তাঁর সঙ্গে চাঁদে যেতে হলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তাতে থাকবে দু’টি শর্ত। এক নম্বর শর্ত, আপনি কি নতুন নতুন আইডিয়া ভালবাসেন? দ্বিতীয় শর্ত, আপনি কি মহাকাশযানে সহযাত্রীদের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারবেন?

আরও পড়ুন: বাড়ি বিক্রি করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা, জানেন কেন?

জাপানি বিলিওনেয়ার জানিয়েছেন, মহাকাশযানে ১০ থেকে ১২ টি আসন আছে। যাঁরা চাঁদে যাওয়ার জন্য আবেদন করবেন, তাঁদের ‘প্রি রেজিস্ট্রেশন’ হবে ১৪ মার্চের মধ্যে। ২১ মার্চ হবে প্রথম দফার বাছাই। যাঁরা বাছাই হবেন, তাঁদের একটি কাজ দেওয়া হবে। যাঁরা কাজটি করতে পারবেন তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে।

আবেদনকারীদের দ্বিতীয় দফায় বাছাই কবে হবে জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, মে মাসের মধ্যেই বেছে নেওয়া হবে আটজনকে। তারপর তাঁদের মেডিক্যাল চেক আপ হবে।

স্পেস এক্স ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চাঁদে একটি রকেট পাঠিয়েছিল। গত মাসে সেটি চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার কিছুক্ষণ আগে বিরাট বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। এর আগে ডিসেম্বরে স্পেস এক্সের একটি মহাকাশযান একইভাবে ধ্বংস হয়েছে। কিন্তু ওই সংস্থার বিশ্বাস, আগামী দিনে তারা ঠিকই চাঁদে রকেট পাঠাতে পারবে।

স্পেস এক্স সংস্থার মালিক ধনকুবের ইলোন মাস্ক। তিনি বলেন, “আমি নিশ্চিত আগামী দিনে আমাদের রকেটে চড়ে চাঁদে মানুষ যেতে পারবে। সম্পূর্ণ নিরাপদে চাঁদ থেকে ঘুরে আসতে পারবে তারা।”

আরও পড়ুন: উত্তাল মায়ানমার: শান্তিপূর্ণ প্রতিবাদের উপরে পুলিশের গুলি, মৃত্যু ১৮ গণতন্ত্রপন্থীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest